গ্র্যান্ড স্ল্যামে ফেডেরার:
রজার ফেডেরার মানেই গ্র্যান্ড স্ল্যামে খেতাব হাতে হালকা হাসি- এই ছবিটার সঙ্গে পরিচিত গোটা টেনিস মহল। কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ফেডেরার। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয় করে ইতিহাস তৈরি করেন তিনি। ফেডেরারের আগে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জেতেনি কেউ। ৩১টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলে ফেডেরার জেতেন ২০টিতে। রেকর্ড আট বার উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন ফেডেরার। এটিপি সিঙ্গলস কিংবদন্তি ফেডেরার জিতেছেন ১০৩টি। তাঁর আগে একমাত্র রয়েছেন জিমি কনরস (১০৯টি)। ফেডেরারের গ্র্যান্ড স্ল্যাম সাফল্য এবং ট্যুরের সাফল্য তুলে ধরলে তাঁর ধারের কাছে নেই কেউ। ওপেন এরায় ১২৫১টি ম্যাচ জেতিছেন তিনি। ৩৫ বছর ৩৪২ দিন বয়সে বয়স্কতম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জেতেন তিনি।
অলিম্পিকে পদক জয় ফেডেরারের:
২০০৮ বেজিং অলিম্পিকে স্ব-দেশীয় স্টান ওয়ারিঙ্কাকে সঙ্গে নিয়ে পুরুষদের ডবলসে সোনা জেতেন রজার ফেডেরার। ২০১২ লন্ডন অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে রূপো জেতেন ফেডেরার। অল্পের জন্য সোনা হাতছাড়া হয় তাঁর অ্যান্ডি মারের বিরুদ্ধে হেরে।
রেকর্ড গড়ে বিশ্বের শীর্ষ র্যাঙ্কিংয়ে ছিলেন ফেডেরার:
রজার ফেডেরার রেকর্ড গড়ে টানা ২৩৭ সপ্তাহ বিশ্বে শীর্ষ স্থানীয় টেনিস তারকা হিসেবে কাটিয়েছেন। একটানা এতগুলো সপ্তাহ শীর্ষ স্থানে কাটানোর দক্ষতা এখনও দেখাতে পারেননি কেউ। এটি আরও বিশ্ব রেকর্ড হয়ে রয়েছে। সব মিলিয়ে ৩১০ সপ্তাহ বিশ্বের শীর্ষ র্যাঙ্কিং টেনিস নক্ষত্র ছিলেন রজার ফেডেরার। পাশাপাশি বর্ষীয়ান টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর হওয়ার রেকর্ড রয়েছে ফেডেরারের কাছে। ৩৬ বছর ৩২০ দিন বয়সে বিশ্ব র্যাঙ্কিং-এ শীর্ষ স্থান অর্জন করেছিলেন ফেডেরার।
অন্যান্য্ নজির:
কখনও কোনও ম্যাচ মাঝ পথে ছেড়ে বেরিয়ে জাননি রজার ফেডেরার। ১৫২৬টি সিঙ্গলস ম্যাচের মধ্যে জিতেছেন ১২৫১টি। ২২৩টি ডবলস ম্যাচে জিতেছেন ১৩১টি। তিনিই একমাত্র টেনিস তারকা যে একই গ্র্যান্ড স্ল্যামে টানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হন। এক মাত্র খেলোয়াড় যিনি পর পর দশটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছিয়ে ছিলেন। একমাত্র খেলোয়াড় যিনি তিন বছর চারটি গ্র্যান্ডস্ল্যামের ফাইনালেই পৌঁছিয়ে ছিলেন (২০০৬, ২০০৭ এবং ২০০৯)। ওপান এরায় ঘাসের কোর্টে টানা ৬৫টি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে তাঁর। হার্ড কোর্টে টানা ৫৬ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। এক মাত্র খেলোয়াড় যিনি ঘাসের কোর্টে, মাটির কোর্টে এবং হার্ড কোর্টে দশটি করে খেতাব জিতেছেন। ২০০৩-০৫-এর মধ্যে এটিপি ট্যুরে টানা ২৪টি ফাইনাল জিতেছেন ফেডেরার।