শুরুতেই চমক:
পাকিস্তানের দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান শান মাসুদ। প্রথমবারের জন্য ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের দলে ডাক পেয়েছেম মাসুদ। এ ছাড়াও চোট সারিয়ে ওঠার জন্য রিহ্যাবে থাকা শাহিন শাহ আফ্রিদি'কে ফেরানো হয়েছে দলে। দলে রয়েছেন মহম্মদ ওয়াসিম জুনিয়রও। তিন জন রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে ফকর জামান, মহম্মদ হ্যারিস এবং শাহানওয়াজ দাহানিকে।
সুস্থ হয়ে যাবেন ধরে দলে শাহিন:
হাঁটুতে চোট পাওয়ার পর এখন লন্ডনে রিহ্যাবে রয়েছে শাহিন শাহ আফ্রিদি। আশা করা হচ্ছে আগামী মাসের প্রথম দিক থেকেই বল হাতে অনুশীলন শুরু করে দিতে পারবেন তিনি এবং বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সেই অনুমান থেকেই দলে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। ১৫ অক্টোবর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন শাহিন। এশিয়া কাপের সময়ে পেশিতে চোট পাওয়া মহম্মদ ওয়াসিম জুনিয়র পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ১৫ অক্টোবর ইংল্যান্ড দল ব্রিসবেনে নামার আগে ৭-১৪ অক্টোবর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে একটি ত্রি-দেশীয় টি-২০ সিরিজ খেলবে।
|
দল ঘোষণার সময়ে পিসিবি'র নির্বাচক প্রধানের বক্তব্য:
বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা ঘরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর মুখ্য নির্বাচক মহম্মদ ওয়াসিম বলেছেন, "শক্তিশালী দল আমাদের রয়েছে টি-২০ বিশ্বকাপে পারফর্ম করার জন্য। এই কারণেই প্রায় একই ক্রিকেটারদের উপরই আমরা আস্থা রেখেছি যারা ২০২১ টি-২০ বিশ্বকাপের পর থেকে বিভিন্ন টি-২০ সিরিজে পাকিস্তানের স্কোয়াডে নিয়মিত খেলেছে। ২০২১ সালের নভেম্বর থেকে এই ক্রিকেটাররা ভাল পাররফর্ম করেছে এবং এই কারণেই শেষ ১৩টি ম্যাচে আমরা ৯টিতে জিতেছি। ওদের উপর অনেক সময় আমরা খরচ করেছি এদের সুযোগ প্রাপ্য বিশ্বকাপে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য। এই ইভেন্টের জন্য এরা অত্যন্ত কঠিন পরিশ্রম করছে এবং তৈরি করছে নিজেদের।"
|
আসিসিটি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির
রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনওয়াজ দাহানি