অক্টোবরেই টি ২০ বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাও বাড়তে শুরু করেছে। আইসিসি আজ জানাল, ইতিমধ্যেই পাঁচ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৩ অক্টোবর রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এই হাইভোল্টেজ ম্যাচের আর কোনও টিকিট পড়ে নেই বলে জানাল আইসিসি।
আইসিসি বিবৃতিতে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত 'স্ট্যান্ডিং রুম' টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে এই টিকিটগুলি নিঃশেষিত হয়ে যায়। ইতিমধ্যেই টি ২০ বিশ্বকাপের ৫ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে। ৮২টি দেশের ক্রিকেটপ্রেমীরা এই টিকিট কিনেছেন। টি ২০ বিশ্বকাপে এবার থাকছে ১৬টি দেশ। ২০২০ সালের মহিলা টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম আইসিসি ইভেন্টে স্টেডিয়ামের সমস্ত আসনেই বসে ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে পারবেন। উল্লেখ্য, মহিলা টি ২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে এমসিজিতে হাজির ছিলেন ৮৬ হাজার ১৭৪ জন ক্রিকেটপ্রেমী। তবে ভারত-পাকিস্তান দ্বৈরথ সেই রেকর্ড নিশ্চিতভাবেই ভেঙে দিতে চলেছে।
সপরিবারে খেলা দেখতে আসার বিষয়ে উৎসাহিত করতেই নাগালের মধ্যে টিকিটের দাম রেখেছিল আইসিসি। প্রথম রাউন্ড ও সুপার ফোরের খেলাগুলির জন্য শিশুদের কিটের দাম ধার্য করা হয় ৫ ডলার, বাকিদের টিকিটের দাম শুরু হয় ২০ ডলার থেকে। ইতিমধ্যেই শিশুদের ৮৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের আগে রি-সেল প্ল্যাটফর্ম চালু করা হবে। যেখানে টিকিট আদান-প্রদান করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও ২৭ অক্টোবর ডাবল হেডারের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ডাবল হেডারে সিডনিতে ওইদিন দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ এবং ভারত বনাম গ্রুপ এ-র রানার-আপ দলের খেলা রয়েছে। অতিরিক্ত টিকিট ছাড়ার পরিকল্পনা রয়েছে, ওয়েটলিস্টে থাকা ক্রিকেটপ্রেমীরা সেই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন।
আইসিসি আরও জানিয়েছে, সিডনিতে সুপার ১২-এর প্রথম ম্যাচ অর্থাৎ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচের সীমিত সংখ্যক টিকিট বিক্রি হওয়া বাকি। ৩০ অক্টোবর পারথে রয়েছে ডাবল হেডার। পাকিস্তান খেলবে গ্রুপ এ-র রানার আপ দলের বিরুদ্ধে এবং ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিনের কিছু টিকিটও এখনও পড়ে আছে। ৩ নভেম্বর পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটও এখনও কিছু রয়েছে। t20worldcup.com থেকে টিকিট সংগ্রহ করতে পারছেন ক্রিকেটপ্রেমীরা। টিকিট বিক্রির গতিপ্রকৃতি দেখে খুশির হাওয়া আইসিসিতেও।