বিরাট কোহলি অবসর না নিলে ঘুম হচ্ছে না পাকিস্তানিদের! উপযাচক আফ্রিদির পর তোতাপাখি নিয়ে বসলেন আখতার

বিরাট কোহলি এশিয়া কাপে ফিরে পেয়েছেন চেনা ছন্দ। ২০ তারিখ দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ। তার পরেই ভারতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে রোহিত শর্মার দল। যাতে নজর থাকবে কোহলির দিকেও। আফগানিস্তান ম্যাচে বিরাট কোহলি টি ২০ কেরিয়ারের প্রথম শতরান পেতেই উপযাচক হয়ে প্রাক্তন ভারত অধিনায়কের অবসর নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন পাকিস্তানের প্রাক্তন তারকারা।

আফ্রিদির পরামর্শ বিরাটকে

সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, কেরিয়ারের প্রথম দিকটা বিরাট কোহলির পক্ষে খুব মসৃণ ছিল না। স্ট্রাগল করতে হয়েছে। এরপর তিনি নিজের দক্ষতা দিয়ে খ্যাতি প্রতিষ্ঠা করেছেন। বিরাট একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। তবে প্রত্যেকের কেরিয়ারেই অবসর নেওয়ার সময় আসে। মাথা উঁচু রেখেই সকলের অবসর নেওয়া উচিত। এমন পর্যায়ে পৌঁছানো কাঙ্ক্ষিত নয় যখন দল থেকে বাদ পড়তে হলো। তার চেয়ে কেরিয়ারের সেরা সময়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়ে ফেলাই শ্রেয়। এশিয়ার খুব কম ক্রিকেটারই অবশ্য তা পেরেছেন। কিন্তু আমি মনে করি, বিরাট যেভাবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন সেভাবেই মাথা উঁচু করে দারুণ স্টাইলেই তিনি অবসর ঘোষণা করবেন।

শোয়েবের ভবিষ্যদ্বাণী

আফ্রিদির পর এবার বিরাট কোহলির জল্পনায় যেন তোতাপাখি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার। India.com-এর একটি সেশনে শোয়েব বলেন, কোহলি টি ২০ বিশ্বকাপের পরেই অবসর নিতে পারেন। অন্য ফরম্যাটে নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করতেই তিনি এমন পদক্ষেপ করতে পারেন। সঙ্গে শোয়েব যোগ করেন, বিরাটের জায়গায় তিনি হলে বৃহত্তর স্বার্থের কথা ভেবে তিনি এমনই সিদ্ধান্ত নিতেন।

পাল্টা দিলেন অমিত

যদিও পাকিস্তানের প্রাক্তন তারকাদের বিরাটের অবসর নিয়ে জল্পনার পাল্টা দিয়েছেন ভারতের প্রাক্তন স্পিনার অমিত মিশ্র। তিনি টুইটে লিখেছেন, এমন ক্রিকেটারও রয়েছেন যাঁরা একবারই অবসর নেন। ফলে এমন এমন আলোচনা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য অমিতের।

চাপ তৈরির কৌশল?

অনেকেই মনে করছেন, বিরাট কোহলির উপর মানসিক চাপ তৈরিরও কৌশল নিচ্ছে পাকিস্তান। কেন না টি ২০ বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচেই খেলতে হবে ভারতের বিরুদ্ধে। টি ২০ আন্তর্জাতিকে পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের ট্র্যাক রেকর্ডও যথেষ্টই ভালো। বিরাট কোহলি এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন। ফাইনাল খেলায় পাকিস্তানের মহম্মদ রিজওয়ান বিরাটের রান টপকে গিয়েছেন। তবে ব্যাটিং গড় ও স্ট্রাইক রেটে বিরাট অনেক এগিয়ে রিজওয়ানের চেয়ে। বিরাট এশিয়া কাপে পাঁচটি ইনিংসে ৯২ গড় ও ১৪৭.৫৯ স্ট্রাইক রেট রেখে ২৮৬ রান করেছেন। সেখানে রিজওয়ানের সংগ্রহ ৬ ইনিংসে ২৮১, গড় ৫৬.২০, স্ট্রাইক রেট ১১৭.৫৭।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
Shoaib Akhtar Predicts Virat Kohli Might Just Take Retirement After The T20 World Cup. According To Akhtar, He May Do That To Extend His Longevity In The Other Formats.
Story first published: Thursday, September 15, 2022, 11:20 [IST]