বিজেপির নবান্ন অভিযানের উত্তাপ রাজ্য বিধানসভায়, ওয়াক আউট বিজেপির-পাল্টা বিক্ষোভ তৃণমূলের

বিজেপির নবান্ন অভিযান নিয়ে উত্তাল বিধানসভা। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিধানসভায়। বিজেপি কর্মীদের উপরে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই বিক্ষোভ বলে জানা গিয়েছে।

উত্তাল রাজ্য বিধানসভা

বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপরে পুলিশি নির্যাতন আর দুর্নীতি ইস্যুতে উত্তাল রাজ্য বিধানসভা অধিবেশন শুরুর পরেই দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মুলতুবি প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। তারপরেই বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর িনর্দেশেই পুরো কর্মসূচি করে বিজেপি। বিধায়করা বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভা কক্ষের বাইরে বেরিয়ে আসেন।

পাল্টা বিক্ষোভ তৃণমূলের

বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করলে পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন টিএমসি বিধায়করাও। শুভেন্দুর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্যকে সামনে রেখে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির নবান্ন অভিযানের দিন পিটিএসের সামনে পুলিশ রাজ্যের বিরোধী দলনেতাকে আটক করেন।সেসময় পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে শুভেন্দু অধিকারীর। তার পরেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এক লেডি অফিসার তাঁর বডি টাচ করেছে। তখনই তিিন মন্তব্য করেছিলেন ডোন্ট টাচ মাই বডি। সেই মন্তব্য নিয়ে কটক্ষ করত শুরু করেন টিএমসি নেতারা।

বিধানসভা টার্গেট

কয়েকদিনের জন্যই রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। সেই বিধানসভা অধিবেশকে কাজ লাগাতে চাইছে বিজেপি। সেকারণে এই বিধানসভা অধিবেশনকে পূর্ণ রূপে কাজে লাগাতে চাইছে বিজেপি। সেকারণেই বিজেপি প্রথম দিন েথকে বিরোধিতা শুরু করে দিয়েছে। পাল্টা টিএমসি বিরোধিতায় সরব হয়েছে। নবান্ন অভিযানের আঁচ বিধানসভায় জিইয়ে রেখে দলের কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে টিএমসিও প্রস্তুতি সেরে রেখেছে।

পাশে কেন্দ্রের নেতারা

বিজেপি নবান্ন অভিযানের পর বঙ্গ বিজেপির নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি শীর্ষ নেতারা। জেপি নাড্ডা থেকে শুরু করে রবিশঙ্কর প্রসাদ সকলেই বঙ্গ বিজেপির নেতাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পুলিশ যে নির্মমভাবে বিজেপি কর্মীদের উপরে নির্যাতন চালিয়েছে তার বিরোধিতায় সরব হয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পুুলিশের বার্তা দিয়েছেন তিনি।

বিজেপির নবান্ন অভিযানের উত্তাপ রাজ্য বিধানসভায়, ওয়াক আউট বিজেপির-পাল্টা বিক্ষোভ তৃণমূলেরবিজেপির নবান্ন অভিযানের উত্তাপ রাজ্য বিধানসভায়, ওয়াক আউট বিজেপির-পাল্টা বিক্ষোভ তৃণমূলের

More BJP News  

Read more about:
English summary
BJP MLAs start agitating at Bengal assembly