টি ২০ বিশ্বকাপে বিরাটের ভূমিকা নিয়ে একমত শ্রীকান্ত ও পাঠান, বেছে নিলেন ভারতের সম্ভাব্য একাদশ

টি ২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মার দলে একাদশ কেমন হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। সম্প্রচারকারী চ্যানেলে এই প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত ও প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। দুজনেই বিরাট কোহলিকে তিন নম্বরেই চাইছেন।

শ্রীকান্তের পছন্দ

স্টার স্পোর্টসের ফলো দ্য় ব্লুজ অনুষ্ঠানে শ্রীকান্ত বলেন, ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি বা পারথ- ভারত যেখানেই খেলুক আমার প্রথম একাদশ একই থাকবে। ২৩ অক্টোবর ভারত এমসিজিতে খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচের জন্য শ্রীকান্তের একাদশ এরকম- ওপেনে রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তিনে বিরাট কোহলি, চারে সূর্যকুমার যাদব। পাঁচে হার্দিক পাণ্ডিয়া, ছয়ে ঋষভ পন্থ। সাতে রবিচন্দ্রন অশ্বিন, আটে যুজবেন্দ্র চাহাল। ৯ থেকে ১১ নম্বরে ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল।

ইরফানের সম্ভাব্য একাদশ

ইরফান পাঠান নিজের পছন্দের একাদশ বাছতে গিয়ে জানিয়েছেন, প্রথম ম্যাচে ভারতের অন্তত এক স্পিনার-সহ অভিজ্ঞ বোলারদের খেলানো উচিত। সেই নিরিখে আমার মতে একাদশ এরকম হতে পারে- রোহিত শর্মা, লোকেশ রাহুল,বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার। ইরফান বলেন, আমার এই কম্বিনেশনে যে তিনজন ফাস্ট বোলার রয়েছেন তাঁদের মধ্যে দুজন অভিজ্ঞ ও কোয়ালিটি ফাস্ট বোলার। তাঁরা ডেথ ওভারেও বল করতে পারেন। অর্শদীপ সিংকেও খেলানো যেতে পারে। একইসঙ্গে স্পিনার হিসেবে চাহালের পক্ষেই ব্যাট ধরেছেন ইরফান।

সামিল ক্রিকেটপ্রেমীরাও

ফ্যান ক্লাব থেকে শুরু করে সুপার ফ্যানেরাও বেছে নিচ্ছেন ভারতের সেরা একাদশ। টিম ইন্ডিয়ার ১ নং গ্লোবাল সাপোর্টার গ্রুপের ভারত আর্মির টুইটারে যে সম্ভাব্য একাদশ দেওয়া হয়েছে তাতে রয়েছেন- রোহিত, রাহুল, বিরাট, সূর্য, পন্থ, হার্দিক, অক্ষর, বুমরাহ, ভুবনেশ্বর, অর্শদীপ ও চাহাল। চেন্নাই সুপার কিংসের হুইসল পোডু আর্মির পছন্দের একাদশ এরকম- রোহিত, পন্থ, বিরাট, সূর্য, হার্দিক, কার্তিক, হর্ষল, ভুবনেশ্বর, চাহাল বা অক্ষর, বুমরাহ ও অর্শদীপ।

ভারতের কম্বিনেশন চূড়ান্ত করার সুযোগ

ভারতের বিশ্বকাপের কম্বিনেশন অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আসন্ন ৬টি টি ২০ আন্তর্জাতিকেই। বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে ভারত দেশের মাটিতে ২০ অক্টোবর থেকে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলতে নামবে। এই সিরিজ শেষ হলেই ২৮ অক্টোবর থেকে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ। এই সব ম্যাচগুলিই দেখানো হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি প্লাস হটস্টারে।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
T20 World Cup 2022: Kris Srikkanth And Irfan Pathan Predict India's First XI. Both Back Virat Kohli At Numbe3 Position.
Story first published: Thursday, September 15, 2022, 13:28 [IST]