কলম্বোয় উড়ল তেরঙ্গা, নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ দখলে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৭ ফুটবলের বড় সাফল্য পেল ভারত। নেপলকে হারিয়ে শ্রীলঙ্কায় আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। বুধবার (১৪ সেপ্টেম্বর) ফাইনালে কলোম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪-০ ব্যবধানে নেপালকে পরাজিত করে ভারতীয় দল।

এই জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের কাছেই রয়ে গেল এই খেতাব। আগের সংস্করণে অনূর্ধ্ব-১৫ স্তরে এই প্রতিযোগীতা আয়োজন করা হয়েছিল। অধিনায়ক ভানলালপেকা গুইতে, ববি সিং, কোরোও সিং এবং আমন গোল করেন ভারতের হয়ে।

গ্রুপ পর্যায়ে এই নেপালের কাছেই ১-৩ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। সেই নেপালের বিরুদ্ধে এ দিন গ্রুপেরল হারের বদলা নিয়ে খেতাব ধরে রাখল ভারত। ভারতের হয়ে ম্যাচে ১৮ মিনিটে গুইতের পাস থেকে প্রথম গোলটি করেন ববি। এই গোলের ১২ মিনিটের মাথায় ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক গুইতে। তৃতীয় গোলটির পিছনেও অবদান ছিল ভানলালপেকা গুইতের। তাঁর পাস ধরেই ভারতের হয়ে তৃতীয় গোলটি করে যান কোরোও সিং। ভারতের যুব দল নাস্তানাবুদ করে এ দিন ১০ জনের নেপালকে। কলম্বোর স্টেডিয়ামে নেপালকে ঠিক মতো খেলতেই দেয়নি আজ ভারত।

দুই গোল হজম করার পর নেপাল প্রতিআক্রমণে উঠে এসে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও ভারেতর মাঝমাঠ এবং কিছু আক্রমণ ডিফেন্সের থেকে আগে এগোতে পারছিল না। গোল শোধের মরিয়া চেষ্টায় ভারতের ড্যামি লাইশারামকে ইচ্ছাকৃত ভাবে কনুই দিয়ে আঘাত করেন নেপালের অধিনায়ক প্রশান্ত লক্ষ্ণম। কাছেই ছিলেন রেফারি। কোনও হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া নয়, সরাসরি রেড কার্ড দেখিয়ে তরুণ ফুটবলারকে মার্চিং অর্ডার দেন তিনি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে একাধিক সুযোগ নেপালের পরবর্তী ফুটবলার ধন সিং একক দক্ষতায় কিছু সুযোগ তৈরি করলেও তা থেকে ভারতের রক্ষণ দূর্গে কোনও বিপদ তৈরি হয়নি। এর আগের বার অর্থাৎ ২০১৯ সালে যখন অনূর্ধ্ব-১৫ স্তরে এই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল তখনও নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

More INDIA News  

Read more about:
English summary
India sweep past 10-man Nepal to lift SAFF U-17 championship. Boby Singh, Korou Singh, captain Vanlalpeka Guite, and Aman scored a goal each in this final match.
Story first published: Thursday, September 15, 2022, 3:11 [IST]