|
ছবি শেয়ার কামিন্স-স্মিথের:
ভারতে আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানে ওঠার আগে নিজেদের ছবি শেয়ার করেছেন স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্স। বৃহস্পতিবারই মোহালিতে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। তবে, স্বাগতিক দেশ ভারত আরও দুই দিন পর অর্থাৎ শনিবার যাবে মোহালিতে। ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ম্যাচের পাঁচ দিন আগে এ দেশে পা রাখছে অস্ট্রেলিয়া যাতে মাঠের মধ্যে নিজেদের সেরাটা দিতে কোনও সমস্যা না হয়।
প্রথম দলের একাধিক তারকাকে পাবে না ভারত:
বিশ্বকাপে দু'টি ভিন্ন গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত। তবে, মেগা টুর্নামেন্টে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচেও মুখোমুখি হবে এই দুই দেশ। দুর্দান্ত হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা এই সিরিজ। ভারত এই মুহূর্তে টি-২০ ক্রিকেটের শীর্ষ স্থানে থাকা দল, অপর দিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে, উভয় দলকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বাদ দিয়েই এই সিরিজে নামতে হবে। চোটের কারণে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। অর্শদীপ সিংকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।
চোটের কারণে নেই মার্শ-স্টার্ক, বিশ্রামে ওয়ার্নার:
অপর দিকে, অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারকে। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে চোটের কারণে ভারত সফরে ঝুঁকি নেওয়া হয়নি মিচেল মার্শ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিসকে নিয়ে। এর কেউই দলের সঙ্গে ভারতে আসছেন না। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিল ওয়েবসাইটের তরফ থেকে একটি রিপোর্টে জানানো হয়েছিল নাথান এলিস, ড্যানিল স্যামস এবং সিন অ্যাবর্ট এই তিন ক্রিকেটারের পরিবর্তে ভারত সফরে আসছেন।
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের সূচি:
২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মোহালিতে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) নাগপুরে দ্বিতীয় ম্যাচটি খেলবে টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে হায়দরাবাদে ২৫ সেপ্টেম্বর (রবিবার)। ভারত সফরের পর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে সেরা দলকে বেছে নেওয়ার জন্য়।