ইসলামকে বাঁচাতে হামলা করতে হবে ভারতে! প্রকাশ্যে মুসলিমদের উস্কানি IS-এর, নিশানায় তালিবানরাও

সমস্ত মুসলিমদের একত্রিত হয়ে ভারতে আক্রমণের আহ্বান। ইসলামিক স্টেট এইভাবেই প্রচার শুরু করেছে। তাদের এই আবেদনের ব্যাখ্যায় বলা হয়েছে, ইসলামকে রক্ষা করতেই হামলা করতে হবে। আইএসএ-র অভিযোগ ভারত সরকার ইসলামকে টার্গেট করেছে। এব্যাপারে আইএসএ-র মুখপাত্র আবু উমর-উল-মুজাহিরের বিবৃতি সংবাদ মাধ্যমের হাতে এসেছে।

ভারতে হামলার আহ্বান

সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের তরফে বিবৃতি দিয়ে ভারতে সন্ত্রাসবাদী হামলা করতে মুসলিমদের কাছে আহ্বান জানানো হয়েছে। আইএস-এর মুখপাত্র বলেছেন, ভারতের বিরুদ্ধে যৌথ হামলা হওয়া উচিত। এছাড়াও আইএস-এর মুখপাত্র দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসলামকে রক্ষার ডাক

ভারত সরকার প্রতিনিয়ত ইসলামকে টার্গেট করছে বলে অভিযোগ করা হয়েছে আইএস-এর তরফে। সেই কারণে ভারতের বিরুদ্ধে যৌথ আক্রমণের ডাক দেওয়া হয়েছে। আইএসএ-র মুখপাত্র বলেছে, ইসলামিক স্টেটের উদ্দেশে ভারতে ইসলামকে রক্ষা করা।

মুসলিমদের মধ্যে লড়াইয়ের শক্তি নেই

আইএস-এর মুখপাত্র বলেছেন, মুসলিমদের মধ্যে তাদের ধর্ম রক্ষার চেতনা শেষ হয়ে গিয়েছে। শত্রুর সঙ্গে তাদের লড়াই করার শক্তি নেই। আইএসএ-র মুখপাত্র আবু উমর-উল-মুজাহিরের বিবৃতিটি আরবি ভাষায় প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট মুজাহির ভারতের মুসলিমদের দেশ আক্রমণে উস্কে দিচ্ছেন। সেখানে পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে বসবাসকারী মুসলিমদের পাশাপাশি ভারতীয় মুসলিমদেরও একসঙ্গে ভারত আক্রমণের আহ্বান জানানো হয়েছে।

আইএস নিশানায় তালিবানরাও

আইএস-এর নিশানায় তালিবানরাও। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে পরপর কয়েকটি বিস্ফোরণে দেখা গিয়েছে আইএস নিশানা করছে তালিবানদের। নাইজেরিয়া ও কঙ্গোর কারাগারে বন্দী সন্ত্রাসবাদীদের মুক্ত করতে হামলা চালানোর ঘটনার প্রশংসা করা হয়েছে আইএস-এর তরফে। ইরাক ও সিরিয়ায় প্রচুর সংখ্যায় আইএস জঙ্গি কারাহারে বন্দি। তাদের মধ্যে অনেক ভারতীয় রয়েছে বলে দাবি করেছে আইএস।

পঞ্জাবের দলের বিধায়কদের টাকার অফার বিজেপির! আপের অভিযোগে এফআইআর পুলিশেরপঞ্জাবের দলের বিধায়কদের টাকার অফার বিজেপির! আপের অভিযোগে এফআইআর পুলিশের

More ISIS News  

Read more about:
English summary
IS openly incites Indian Muslims, targets Taliban too
Story first published: Thursday, September 15, 2022, 11:23 [IST]