ফের বাস দুর্ঘটনা কাশ্মীরে, নিহত পাঁচ , আহত ১২

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় একটি গভীর খাদে পড়ে গেল বাস। গতকাল উপত্যকায় একই ঘটনায় বহু মানুষ মারা যান। ওই ঘটনার ২৪ পার হয়নি। ফের ঘটল বাস দুর্ঘটনা। খাদে পড়ে যাওয়া বাসটিতে পাঁচজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে খবর মিলছে।

কী খবর মিলছে?

জানা গিয়েছে বাসটি, সুরানকোট পুঞ্চ থেকে জম্মু যাচ্ছিল, রাস্তা থেকে ছিটকে পড়ে এবং মানজাকোট এলাকার ডেরি রালিওটে খাদে পড়ে যায়।

নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে। গতকাল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আরেকটি দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ২৮ জন আহত হওয়ার একদিন পরে এই দুর্ঘটনা ঘটে।

বুধবারের বাস দুর্ঘটনা

গতকাল জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। পুঞ্চ জেলার বরেরি নাল্লাতে যাত্রী বোঝাই বাস গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় নিহত জন্য প্রায় ১১ জন এবং আরও ৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

বাসটি স্টপেজ থেকে সৌজিয়ানের দিকে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন পুলিশ ও সেনবাহিনী। তাঁদের সহয়তা করতে এগিয়ে আসেন স্থানীয়রা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার একমাস আগেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু হয় ৬ আইটিবিপি জওয়ানের। এই ঘটনায় আহত হয়েছিলেন বেশ কিছুজন।

গতকালের দুর্ঘটনায় ক্ষতিপূরণ

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি কর্তৃপক্ষকে আহতদের ভালো করে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এবং উদ্ধারকাজ চলছে ঘটনাস্থলে। দুর্ঘটনার এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।

হিমাচল প্রদেশ ভয়াবহ বাস দুর্ঘটনা

মাস দুয়েক আগে হিমাচল প্রদেশ ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। খাদে বাস পড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়। তাঁদের মধ্যে স্কুল পড়ুয়াও ছিল। হিমাচল প্রদেশের কুলুতে এই দুর্ঘটনা ঘটে সকালে।

একেবারে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বেসরকারি বাসটি কুলুর কাছে খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। কুলুর ডেপুটি কমিশনার আশুতোষ গর্গ বলেছিলেন যে সকাল সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কুলুর জঙ্গলা গ্রামের কাছে। স্থানীয়রাই দেখতে পেয়ে প্রথমে পুলিশে খবর দেয়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করে তারা। জানা যায় দুর্ঘটনার সময় বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া ছিল। বাসটি কুলু থেকে সায়াঞ্জ যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে প্রাথমিক ভাবে অনুমান ছিল পুলিশের।

পুজোর আগেই ৩০ হাজার চাকরি! চুপচাপ করি বলে কেউ জানে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর পুজোর আগেই ৩০ হাজার চাকরি! চুপচাপ করি বলে কেউ জানে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর

More BUS ACCIDENT News  

Read more about:
English summary
After yesterday Another bus accident occurred in Kashmir
Story first published: Thursday, September 15, 2022, 15:16 [IST]