Champions League: বার্সেলোনার বিরুদ্ধে জয় বায়ার্নের, শেষ মুহূর্তের গোলে জিতল লিভারপুল, হার টটেনহ্যাম,মাদ্রিদের

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ছন্দ পতন ঘটল বার্সেলোনার। লা লিগায় দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া কাতালান ক্লাবটি ০-২ গোলে পরাস্ত হল বার্য়ান্স মিউনিখের বিরুদ্ধে। দু'টি গোলই বায়ার্ন মিউনিখ করে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটে কিমিচের পাস থেকে গোল করে মিউনিখের দলটিকে এগিয়ে দেন লুকাস হার্নান্ডেজ। এই গোলের চার মিনিটের ব্যবধানে ৫৪ মিনিটে মুসিয়ালার পাস থেকে গোল করে যান লিরয় সানে। এ দিন গোটা ম্যাচের রাশ বার্সেলোনার হাচে থাকলেও জিততে ব্যর্থ হয় জাভির দল।

অপর দিকে, প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবে নেপোলির বিরুদ্ধে পরাজিত হওয়া লিভারপুল জয়ের ছন্দে ফিরেছে অ্যাজাক্সের বিরুদ্ধে জোয়েল মাতিপের শেষ মুহূর্তের গোলে অ্যানফিল্ডে জয় পায় লিভারপুল। ম্যাচটি ঘরের মাঠে ২-১ গোলে জেতে লিভারপুল। ম্যাচে ১৭ মিনিটে দিয়েগো জোটার পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। দশ মিনিটের মধ্যেই সমতা ফেরায় অ্যাজাক্স। ২৭ মিনিটে স্টিভেন বারঘুইসের পাস থেকে গোল করেন মহম্মদ কুদুস। প্রথমার্ধে এই দুই গোল এলেও দ্বিতীয়ার্ধে অ্যাজাক্সের শক্ত ডিফেন্স জয়সূচক গোল পাওয়ার পথে লিভারপুলের জন্য বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ডিফেন্ডার জোয়েল মাতিপ অপর ডিফেন্ডার সিকমিসের পাস থেকে ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন লিভারপুলের হয়ে।

দুই হাইপ্রোফাইল ক্লাব জিতলেও ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠ ক্লাব হওয়ার লড়াইয়ে ধাক্কা খেয়েছে টটেনহ্যাম হটস্পার এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। বুন্দেশলিগার ক্লাব বার্য়ার লেভারকুসেনের বিরুদ্ধে ২-০ গোলে পরাজিত হয় লা লিগার ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের অন্তিম লগ্নে পর পর দুই গোল হজম করে অ্যাতলেটিকো মাদ্রিদ। দুইটি গোলই আসে জেরেমি ফ্রিমপং-এর পাস থেকে। ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন রবার্ট এনরিচ এবং মুসা দিয়াবি দ্বিতীয় গোলটি ৮৭ মিনিটে করে বার্য়ার লেভারকুসেনের জয় নিশ্চিত করে। অপর খেলায় স্পোর্টিং সিপির বিরুদ্ধে ০-২ গোলে হেরেছে টটেনহ্যাম। এই হারের জন্য ইংল্যান্ডের দলটির ডিফেন্সই দায়ী। দুইটি গোল আসে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। ৯০ মিনিট পেড্রো গঞ্জালেভেসের পাস থেকে স্পোর্টিং সিপির হয়ে গোল করে যান পৌলিনহো। দু'মিনিটের মধ্যে ফের গোল হজম করে স্পার্স। পৌলিনহোর পাস থেকে গোল করে যান আর্থার গোমেজ।

More BARCELONA News  

Read more about:
English summary
Barcelona lost against Bayern Munich by 0-2 goals in Champions League 2022.
Story first published: Wednesday, September 14, 2022, 15:35 [IST]