জম্মু–কাশ্মীরে ভয়বাহ বাস দুর্ঘটনায় নিহত ৯ জন, আহত ৮, চলছে উদ্ধার কাজ

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা। পুঞ্চ জেলার বরেরি নাল্লাতে যাত্রী বোঝাই বাস গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন এবং আরও ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে যে বাসটি মান্ডি থেকে সৌজিয়ানের দিকে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন পুলিশ ও সেনবাহিনী। তাঁদের সহয়তা করতে এগিয়ে আসেন স্থানীয়রা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার একমাস আগেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে নদীতে বাস পড়ে মৃত্যু হয় ৬ আইটিবিপি জওয়ানের। এই ঘটনায় আহত হয়েছিলেন বেশ কিছুজন।

এরই মধ্যে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি কর্তৃপক্ষকে আহতদের ভালো করে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে এবং উদ্ধারকাজ চলছে ঘটনাস্থলে। দুর্ঘটনার এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।

More JAMMU AND KASHMIR News  

Read more about:
English summary
At least 9 people were killed and 8 injured when a bus fell into a deep gorge in Jammu and Kashmir's Poonch