বিশ্ব ক্রমতালিকায় উন্নতি এইচ এস প্রণয়-সাইনা নেহওয়ালের, সেরা দশে জায়গা ধরে রাখলেন পিভি সিন্ধু-লক্ষ্য সেন

বিডাব্লিউএফ ক্রমতালিকায় দুই ধাপ উপরে উঠে এলেন এইচ এস প্রণয়। ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্রকাশিত তালিকা অনুযায়ী ১৬ নম্বরে স্থান করে নিয়েছেন এই সাটলার। পরের পর ট্যুরে তাঁর ক্রমাগত ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই র্যাঙ্কিং-এ উন্নতি, তা বলাই যায়। র্যাঙ্কিংয়ের কারণে বার্মিংহ্যামে আয়োজিত কমনওয়েলথ গেমস ২০২২-এর টিকিট না পেলেও সব থেকে ধারাবাহিক সাটলার প্রণয়, তবে ধারাবাহিকতা থাকলেও খেতাবের কাছাকাছি পৌঁছে ব্যর্থতার কারণে নিজের ধারাবাহিকতা প্রমাণ করার মতো খেতাব নেই প্রণয়ের কাছে।

ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ের নেপথ্য অন্যতম ভূমিকা রাখা প্রণয়, জাপান ওপেন এবং বিডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছিয়ে ছিলেন। ধীরে ধীরে হলেও অবিচলিত লক্ষ্যে ভারতের টেনিস সার্কিটে পুরুষদের মধ্যে সেরা দুই স্থানের জন্য কিদাম্বী শ্রীকান্ত এবং লক্ষ্য সেনকে চ্যালেঞ্জ জানাচ্ছেন প্রণয়। তাঁর পাশাপাশি র্যাঙ্কিং-এ উন্নতি করেছেন কিদাম্বী শ্রীকান্তও। দুই ধাপ উঠে এই মুহূর্তে দ্বাদশ স্থানে রয়ছেন তিনি। প্রথম দশে নিজের স্থান ধরে রেখেছেন লক্ষ্য সেন। ২১ বছর বয়সী সাটলার এই মুহূর্তে রয়েছেন বিশ্ব র্যাঙ্কিং-এ নবম স্থানে।

তর্কাতীত ভারতের ব্যাডমিন্টনে বর্তমানে সব থেকে বড় নক্ষত্র পিভি সিন্ধু। সিন্ধুর যা সাফল্য রয়েছে এবং বিগত পাঁচ বছরের তিনি যে ভাবে বিশ্ব মহিলা ব্যাডমিন্টনকে শাসন করেছেন তাতে তাঁর ধারের কাছে নেই পুরুষ বা মহিলা কোনও সাটলারই। ফলে র্যাঙ্কিংয়ে সিন্ধু কতটা উন্নতি করল তা জানার আগ্রহ সমর্থকদের মধ্যে থাকবে এটা স্বাভাবিক। চোটের কারণে জাপান ওপেন এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ না নেওয়া সিন্ধু এক ধাপ উঠে ৭ নম্বরে রয়েছেন। লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল প্রথম ৩০-এর মধ্যে জায়গা করে নিয়েছেন তিন ধাপ উপরে উঠে এসে।

পুরুষদের ডবলসে চিরাগ শেট্টি এবং সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি যাঁরা কমনওয়েলথ গেমসে প্রথম সোনা অর্জন করে এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ব্রোঞ্জ অর্জন করে তাঁরা নিজেদের আট নম্বর স্থান ধরে রেখেছেন।

More HS PRANNOY News  

Read more about:
English summary
HS Prannoy and Saina Nehwal improves in ranking, PV sindhu and Lakshya sen remains in top 10.
Story first published: Wednesday, September 14, 2022, 11:17 [IST]