বড় দায়িত্বে জাহির-জয়বর্ধনে, আসন্ন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সে দেখা যেতে পারে নতুন কোচ

দুই প্রাক্তন তারকা ক্রিকেটারকে নতুন দায়িত্ব দিল মুম্বই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক স্তরে মুম্বই ইন্ডিয়ান্সের হেড অব ক্রিকেট ডেভলপমেন্টের দায়িত্ব দাওয়া হল জাহির খানকে। হেড অব পারফরম্যান্স-এর দায়িত্ব পেলেন মহেলা জয়বর্ধনে। আন্তর্জাতিক স্তরে নিজেদের পা রাখা শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সংযুক্ত আরব আমিরশাহী এবং দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে দল কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

মুম্বই ইন্ডিয়ান্সে নতুন দায়িত্বে মহেলা জয়বর্ধনে:

ম্যানেজমেন্ট চায় মুম্বই ইন্ডিয়ান্সকে বিশ্বের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে। সেই দিক দিয়ে শুরু থেকে প্রতিটা বিষয়ে নিখুঁত এবং সেরাটা তুলে ধরা অত্যন্ত জরুরি এবং এর ফলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে চলেছে জয়বর্ধনে এবং জাহিরের ভূমিকা। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, "মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল অপারেশনকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়াটা আমার কাছে অত্যন্ত সম্মানের। নীতা অম্বানি এবং আকাশের নেতৃত্ব এবং গাইডেন্স মুম্বই ইন্ডিয়ান্সকে সব থেকে মূল্যবান গ্লোবাল ক্রিকেট ফ্রাঞ্চাইজি করে তুলেছে। আমি খুশি যে এমআই গ্লোবাল ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারায়।"

নতুন দায়িত্বে জাহির খান:

অপর দিকে, জাহির খানের দায়িত্বও কম বাড়েনি। ক্রিকেট ডেভলপমেন্টের গ্লোবাল হেড নির্বাচিত হয়েছেন জাহির। ক্রিকেটারদের ডেভলপমেন্ট, প্রতিভা অন্বেষন করে ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা এবং প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা জাহিরে অন্যতম প্রধান কাজ। এটাই মুম্বই ইন্ডিয়ান্সের আদর্শ এবং সাফল্যের পথ হিসেবে থেকেছে। প্রতিটা জায়গায় আলাদা আলাদা প্রতিকূলতা থাকে। সারা বিশ্বে এই প্রতিকূলতা কাটি.মুম্বই ইন্ডিয়ান্সকে লক্ষ্যে পৌঁছিয়ে যেতে জাহিরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন দায়িত্ব গ্রহণ করে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা বলেছেন, "আমি বিনীত এই নতুন দায়িত্ব পেয়ে। ধন্যবা জানাই নীতা অম্বানিকে এবং আকাশকে আমার উপর আস্থা রাখার জন্য। এক জন ক্রিকেটার হিসেবে আমার হোম টিম মুম্বই এবং এক কোচিং দলের সদস্য হিসেবেও। আর এখন আমরা নতুন যাত্রা শুরু করেছি এবং আমার লক্ষ্য থাকবে আন্তর্জাতিক স্তরে সমস্ত স্টেক হোল্ডারের সঙ্গে কাছ থেকে কাজ করার এবং নতুন প্রতিভা তুলে আনা যারা এই পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে।"

আকাশ অম্বানীর বক্তব্য:

রিলায়োন্স জিয়োর চেয়ারম্যান আকাশ অম্বানী আশা করেন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স যে সাফল্য পেয়েছে তা প্রতিফলিত হবে বিশ্বস্তরে এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের হাত ধরে। আকাশ অম্বানী বলেছেন, "আমি খুশি মহেলা এবং জ্যাক আমাদের গ্লোবাল কোর টিমের অংশ হওয়ায়। দু'জনেই মুম্বই ইন্ডিয়ান্সের অভেদ্য অংশ। আমি নিশ্চিত আমাদের সমস্ত দলই একই রকম সাফল্য অর্জন করবে এবং ক্রিকেটিং ইকোসিস্টেমে পার্থক্য তৈরি করবে।"

আসন্ন আইপিএল-এ নতুন কোচ দেখা যাবে মুম্বইয়ে:

এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচের ভূমিকায় ছিলেন মহেলা জয়বর্ধনে এবং জাহির খান ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট। মহেলা নতুন দায়িত্ব পাওয়ায় এটি অত্যন্ত স্বাভাবিক মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদে আগামী দিনে দেখা যেতে চলেছে নতুন মুখ। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার দৌড়ে রয়েছে অনেক বড় নাম।

'টি-২০ ক্রিকেটে পন্থকে ওপেনার হিসেবে খেলানো হোক, চারে আসুক রোহিত', বিশ্বকাপের আগে পরামর্শ দিগ্গজ ক্রিকেটারের'টি-২০ ক্রিকেটে পন্থকে ওপেনার হিসেবে খেলানো হোক, চারে আসুক রোহিত', বিশ্বকাপের আগে পরামর্শ দিগ্গজ ক্রিকেটারের

More MUMBAI INDIANS News  

Read more about:
English summary
New head coach can be seen in Mumbai Indian's camp in IPL 2023 because Mahela Jayawardene who handling the responsibility has been appointed as the Global Head of Performance, MI. In the other hand MI's director cricket Zaheer Khan has been appointed as the Global Head of Cricket Development.
Story first published: Wednesday, September 14, 2022, 13:59 [IST]