কোথায় ঘটেছে এমন ঘটনা
পাকিস্তান থেকে ভারতে মাদকের চালান পৌঁছে দেওয়ার চেষ্টা চলছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজস্থান ও পঞ্জাবের সীমান্ত এলাকা এবং গুজরাটের উপকূলীয় এলাকা দিয়ে মাদক পাচারের চেষ্টা করা হয়েছে। গত কয়েক বছরে এটাই মাদকের সবচেয়ে বড় চালান, যা নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়েছে বলে জানা গিয়েছে। আগেও বিপুল পরিমাণ মাদকসহ কয়েকজন বিদেশি নাগরিক ধরা পড়েছিল।
কী জানালেন কর্মকর্তা
এক কর্মকর্তা জানিয়েছেন, কচ্ছ জেলার জাখাউ বন্দরের কোস্টগার্ডের কাছে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের একটি দল মাছ ধরার একটি নৌকাকে মাঝ সমুদ্রে আটক করে। আর সেখান থেকে তারা উদ্ধার করেন ৪০ কেজি হেরোইন। বর্তমানে তার বাজারমূল্য ২০০ কোটি টাকা। এই নৌকাটি পাকিস্তান থেকে আসছিল বলেই অনুমান করা হচ্ছে। অভিযুক্তদের হেরোইন গুজরাট উপকূল থেকে সড়ক পথে পঞ্জাবে পাঠানোর পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান তারা। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে ছেড়ে আসা নৌকাটি আটক করে ৪০ কেজি হেরোইনসহ ছয় পাকিস্তানি নাগরিককে আটক করি। ATS এবং কোস্টগার্ডের আধিকারিকরা নৌকা অভিযুক্তদের আটক করেন।
আগেও মাদক চোরাচালানকারীরা ব্যর্থ হয়েছিল
আগেও এমন ঘটনা ঘটেছিল। রাজ্য এটিএস ও কোস্টগার্ড সাহায্যে আগেও মাদক চোরাচালানকারীরা আগেরবারও ব্যর্থ হয়েছিল। বিদেশী নাগরিকদের বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ধরতে সক্ষম হয়েছিলেন তারা। এরকম আগেও গুজরাত উপকূল থেকে ভারতে মাদক পাচার করার পরিকল্পনা করেছিল অনেকেরই। তবে তারা সেই সেখানে ব্যর্থ হয়েছিল। এটিএস ও কোস্ট গার্ডের তৎপরতায় তা আটকানো গিয়েছিল সে সময়। আবার একই ঘটনার পুনরাবৃত্তি হল।