সুপ্রিম স্বস্তি! আগামী তিন বছর বোর্ড সভাপতির পদে থাকছেন সৌরভ, সচিব পদে কাজ চালিয়ে যাবেন জয়

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তির বাতাবরণ বিসিসিআই-এর অন্দরে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আরও তিন বছর বোর্ড সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সময়সীমা পর্যন্ত বোর্ড সচিব হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন জয় শাহও। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী এই বছরই মেয়াদ পূর্ণ হত সৌরভ এবং জয়ের। তবে, দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এই আরও তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন সৌরভ এবং জয়।

বিস্তারিত আসছে...

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
Sourav Ganguly and Jay Shah is all set to continue as BCCI President and Secretary respectively for next three years.