গাভাস্কার খেলা না ছাড়লে বিরাট কোহলির জন্ম হত না
বরানগরের তৃণমূলের বিধায়ক তাপস রায় সম্প্রতি দলে পদ আঁকড়ে থাকা নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেন। তারপরই ১৯৭২ চলে গিয়েছে ফলে ৭২-কেও চলে যেতে হবে এটাই নিয়ম বলে জল্পনা বাড়িয়েছিলেন। এবার মদন মিত্র বললেন, গাভাস্কার খেলা না ছাড়লে বিরাট কোহলির জন্ম হত না, সচিন তেন্ডুলকার খেলা না ছাড়লে পরবর্তী প্রজন্ম তৈরি হত না।
অভিষেকের ছবি দেওয়া নতুন তৃণমূল লেখা ব্যানারের পর
মদন মিত্র সম্প্রতি বেলঘরিয়ার ক্ষমতা ধরে রাখা নিয়ে বিতর্কতি মন্তব্য করেন। নতুন তৃণমূলের হোর্ডিং পড়ার পর থেকেই তৃণমূলে এই নয়া বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূল লেখা ব্যানার পড়ে কালীঘাট ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়। তৃণমূলে যখন একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন তৃণমূলের পুরনো নেতারা, তখন এ ধরনের মন্তব্যে জল্পনা বেড়েছে।
তৃণমূলকে নতুন রূপে সাজানোর কথা বলেছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলকে নতুন রূপে সাজানোর কথা বলেছেন। সেইসঙ্গে বিতর্ক দমনে তিনি বলেছেন, নতুন তৃণমূল মানে মানুষ যেমন চায়, তেমনরূপে তৃণমূলকে গড়ে তুলতে চান তিনি। সেখানে নতুন-পুরনো সবাই থাকবেন। সম্প্রতি নতুন তৃণমূল নিয়ে নতুন পার্টি হচ্ছে বলে অনেকের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন, তেমন কোনও ঘটনা নয়।
একটা সময় ৭২-কে যেতেই হবে, তাসসের সুরে মদন
তাপস রায়ের পর মদন মিত্রের এই ধরনের মন্তব্যেরও রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজ্য রাজনীতির বিশেষজ্ঞরা। তাপস রায়ের সুরেই কদিন আগে মদন মিত্র বলেছিলেন। তৃণমূলকে ঢেলে সাজানো হচ্ছে তৃণমূলকে। একটা সময় ৭২-কে যেতেই হবে। ১৯৭২ চলে গিয়েছে আর ৭২ যাবে না! মদন মিত্রের এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রাজ্য রাজনীতি তোলপাড় হয় এই ধরনের মন্তব্যে।
রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে তাপস রায়
তার আগে বরাহনগরের বিধায়ক তাপস রায় বলেছিলেন, রাজনীতিতে বয়সের একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। তিনি আরও বলেন, আমি নতুন প্রজন্মের কথা বলব। আর নিজে পদ আঁকড়ে থাকব, তা হতে পারে না। পরবর্তী সময়ে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে তিনি তাঁর মন্তব্যে অনড় থাকেন। স্পষ্ট করেই বলেন, আমি আমার মন্তব্য থেকে সরছি না। কারণ আমি এটাই বিশ্বাস করি। রাজনীতিতেও বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার।