রানি Elizabeth-এর অন্তিম যাত্রায় অংশ নিতে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Queen Elizabeth-II Funeral: লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। গত কয়েকদিন আগেই প্রয়াত হন রানি এলিজাবেথ। তাঁর অন্তিম যাত্রায় অংশ নিতেই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। রানি এলিজাবেথের প্রয়াণের পর ইতিমধ্যে একদিনের শোক ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। আর এরপরেই সরকারের হয়ে সমবেদনা জানাতেই ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর লন্ডনে রাষ্ট্রপতি যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এমনটাই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে। রানির শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে রানিরত মৃত্যুর পর রাজা হিসাবে ঘোষণা করা হয়েছে প্রিন্সকে। আর দায়িত্ব নিয়েই রাজকীয় সমস্ত পরম্পরা শেষ করছেন বলে জানা যাচ্ছে।

ভারতের পক্ষে শোক প্রকাশ করেন

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত ১২ সেপ্টেম্বর, ব্রিটিশ হাইকমিশনে গিয়ে ভারতের পক্ষে শোক প্রকাশ করেন। বিদেশমন্ত্রকের তরফে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনকালে ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক উন্নত ও গভীর হয়েছে। কমনওয়েলথের প্রধান হিসেবে তিনি বিশ্বের কোটি কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্ত্রকের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এমনকি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একাধিক দেশের রাষ্ট্রনেতা উপস্থিত থাকবেন-

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দেবেন। এমনটাই জানা যাচ্ছে। লন্ডন যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বাইরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও লন্ডন সফরে যাবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত থাকবেন বলে খবর। ইতিমধ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সে দেশে। মহারাণী এলিজাবেথের প্রয়ানে ইতিমধ্যে ব্রিটেনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

লন্ডনে পৌঁছেছে রানীর মরদেহ

ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথের মরদেহ মঙ্গলবার সন্ধ্যায় স্কটল্যান্ড থেকে লন্ডনে পৌঁছেছে। বাকিংহাম প্যালেসে মহারাণীর পার্থিক শরীর রাখা থাকবে। বুধবার থেকে চারদিন ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন রাখা হবে এবং সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই প্রয়াত হন মহারানী এলিজাবেথ। দীর্ঘ ৭০ বছর ধরে ক্ষমতায় ছিলেন তিনি। Scotland-এর Balmoral Castle-এ প্রয়াত হন রানি Queen Elizabeth। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। শেষবেলায় রানি Queen Elizabeth-এর পাশে বড় ছেলে প্রিন্স চার্লস সহ গোটা পরিবার উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন অন্তরালে ছিলেন রানি। এমনকি ছিলেন অসুস্থও। তবে রানির প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব।

আমার সামনে হলে মাথায় গুলি করতাম ! নবান্ন অভিযানে আক্রান্ত আধিকারিকের সঙ্গে কথা, 'পরিবর্তন' বোঝালেন অভিষেক আমার সামনে হলে মাথায় গুলি করতাম ! নবান্ন অভিযানে আক্রান্ত আধিকারিকের সঙ্গে কথা, 'পরিবর্তন' বোঝালেন অভিষেক

More QUEEN ELIZABETH News  

Read more about:
English summary
president draupadi murmu is going to London to participate in funeral of Queen Elizabeth II