পাঞ্জাবেও ‘অপারেশন লোটাস’, আপের ১০ বিধায়ককে টোপ! চাঞ্চল্যকর অভিযোগ কেজরির

শুধু দিল্লি সরকার ভাঙতে চায়নি বিজেপি, পাঞ্জাবেও 'অপারেশন লোটাসে'র পরিকল্পনা নেওয়া হয়েছিল। আপের ১০ বিধায়ককে টোপ দিয়েছিল বিজেপি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি সরাসরি অভিযোগ করেন, বিজেপি বিধায়ক কিনে সরকার ভাঙার খেলা চালিয়েই যাচ্ছে।

বিধায়কদের ২৫ কোটির টোপ, অভিযোগ কেজরির

অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি পাঞ্জাবের সরকার ভাঙতে ১০ বিধায়কের কাছে গিয়েছিল। তাদের টাকার টোপ দেওয়া হয়েছিল। বিধায়কদের ২৫ কোটি করে টাকা দেওয়ার টোপ দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি দিল্লির আপ সরকার ভাঙার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তা মা পেরেই উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদায়াকে এজেন্সি দিয়ে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

অন্য দলের বিধায়ক হলে আগেই বিক্রি হয়ে যেতেন

অরবিন্দ কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির বিধায়করা বিজেপির অভিষন্ধি ভেস্তে দিয়েছে। দিল্লিতে বিজেপির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরই তাঁরা পাঞ্জাবের দিতে হাত বাড়িয়েছিলেন। এখনও তারা অপারেশন লোটাসের ষড়যন্ত্র করে চলেছে। বিজেপি রাজ্যে রাজ্যে বিধায়ক শিকারে ব্যস্ত। কিন্তু আমাদের বিধায়করা সাচ্চা বলেই, তাঁদের কিনতে সমর্থ হচ্ছে না বিজেপি। অন্য দলের বিধায়ক হলে আগেই বিক্রি হয়ে যেতেন।

বিজেপির এযাবৎ বিধায়ক কেনার হিসেব পেশ করে আপ

পাঞ্জাবের মন্ত্রী হারপাল চিমা অভিযোগ করেন, আপ বিধায়কদের বলা হয়েছে বিজেপির বড় নেতাদের সঙ্গে দেখা করতে দিল্লিতে আসতে। আম আদমি পার্টি ছেড়ে তাঁদের দিকে এলে কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়। এমনকী সেই টাকার পরিমাণ যে ২৫ কোটি পর্যন্ত উঠেছে, তাও অভিযোগ করা হয় আপের পক্ষ থেকে। সম্প্রতি আপের পক্ষ থেকে বিজেপির এযাবৎ বিধায়ক কেনার হিসেব পেশ করা হয়।

সরকার পরিবর্তন হলে বড় পদ দেওয়ার প্রস্তাব

মন্ত্রী হারপাল চিমা আরও বলেন, বিজেপির তরফে এমন প্রস্তাবও দেওয়া হয়েছে, যদি আপনাদের দল পরিবর্তনের পর সরকারও পরিবর্তন হয়, তবে আপনাদের বড় পদ দেওয়া হবে। শুধু ২৫ কোটি টাকা নয়, সঙ্গে বড় পদেরও টোপ সামনে রাখা হয়। কিন্তু আপ সাফ করে দিয়েছে, এটা কর্নাটক, মধ্যপ্রদেশ বা মহারাষ্রেে।র মতো তাঁরা সরকার বদলাতে দেবেন না। তাই তাঁরা দৃঢ়চেতা হয়ে বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে।

কেজরিওয়ালের কারণেই আপে ভাঙন, পাল্টা বিজেপি

বিজেপির পক্ষ থেকে এই অপারেশন লোটাসের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। বিজেপি জানিয়েছে, রাজ্য সরকার ফেলা ও বিধায়ক কেনার যে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, তা সর্বৈব মিথ্যা। কেজরিওয়ালের কারণেই আম আদমি পার্টিতে ভাঙন তৈরি হচ্ছে। উল্লেখ্য, গোয়াতেও কংগ্রেসকে ভাঙতে সিদ্ধহস্ত হয়েছে বিজেপি।

জেলা সফরের দিনে মুখ্যমন্ত্রী মমতার ছবিতে কালি! চাঞ্চল্যকর ঘটনায় বিজেপির দিকে আঙুল তৃণমূলের জেলা সফরের দিনে মুখ্যমন্ত্রী মমতার ছবিতে কালি! চাঞ্চল্যকর ঘটনায় বিজেপির দিকে আঙুল তৃণমূলের

More AAP News  

Read more about:
English summary
AAP chief Arvind Kejriwal alleges against BJP to buy MLAs also in Punjab after Delhi
Story first published: Wednesday, September 14, 2022, 14:16 [IST]