আক্রান্ত পুলিশ
গতকাল বিজেপির নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে কলকাতা পুলিশের একাধিক কর্মী। তারমধ্যে সবচেয়ে বেশি জখম হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্ চট্টোপাধ্যায়। গতকাল হাওড়া ব্রিজের মুখে
তাকে লাঠি দিয়ে বিজেপির আন্দোলনকারীরা বেধড়ক মারধর করেন। তাঁর ডান চোখে ও হাতে গুরুতর আঘাত লেেগছে। ওই অফিসার যে গাড়িতে ছিলেন, সেই গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুধু তিনি নন আরও একাধিক পুলিশকর্মী গতকাল আহত হয়েছেন বিজেপি কর্মীদের হামলায়।
হাসপাতালে চিকিৎসাধীন
গতকালই গুরুতর আহত অবস্থায় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখােনই চিকিৎসা চলছে তাঁর। ইতিমধ্যেই একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে অনেককে। পুিলশের গাড়িতে আগুন ধরানোর ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। আর পুিলশ অফিসারকে মারধর করার ঘটনায় খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। প্রায় ৩০ জন পুলিশ কর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন এই ঘটনায়।
হাসপাতালে যাচ্ছেন অভিষেক
বিজেপি নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই বিজেপিকে নিশানা করে টুইট করেছেন িতনি। সূত্রের খবর আহত কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেখতে হাসপাতালে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা নিশানা করেছে িবজেপিও। চক্রান্ত করে তাঁদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষ তীব্র নিশানা করেছেন কলকাতা পুিলশের বিরুদ্ধে।
রিপোর্ট তলব হাইকোর্টের
এদিকে গতকালের ঘটনায় বিজেপি কর্মীদের উপরে পুিলশি জুলুমের অভিযোগ করেছে বিজেপি। তাই নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। বিজেপি এবং রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য শোনার পরে মঙ্গলবার সন্ধ্যায় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিেয়ছে। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে স্বরাষ্ট্রসচিবকে। এদিকে কলকাতা পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা দায়ের করেছে।