|
নিরাপত্তার কারণে পুলিশের বাধা
দিল্লির মুখ্যমন্ত্রী সোমবার যখন একটি অটোরিক্সায় যাচ্ছিলেন, সেই সময় পুলিশ নিরাপত্তার কারণে তাঁকে বাধা দেয়। আপের তরফে পোস্ট করা একটি ভিডিওয় দেখা যাচ্ছে, কেজরিওয়াল পুলিশ অফিসারদের উদ্দেশের বলছেন, গুজরাতের মানুষ এই কারণেই অসন্তুষ্ট। প্রোটোকল দেখিয়ে পুলিশ তাঁকে সাধারণ মানুষের কাছে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। আৎ রাজ্যের নেতারা সাধারণ মানুষের কাছে যাওয়া ভুলে গিয়েছেন বলেও মন্তব্য করেন কেজরিওয়াল। পুলিশের উদ্দেশের তিনি বলেন, আপনাদের নেতাদের বিয়ে বলুন, প্রোটোকল ভেঙে মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে।
নিরাপত্তা চাই না
কেজরিওয়াল বলেছেন, তিনি নিরাপত্তা চান না। তাঁকে দেওয়া নিরাপত্তা তুলেও নিতে পারেন, বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক কেজরিওয়ালের নিরাপত্তা সংক্রান্ত সরকারি নির্দেশিকার কথাও বলেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, পুলিশ তাঁকে গ্রেফতার করছে। তবে পুলিশ তা করতে পারে না বলে দাবি করেছেন কেজরিওয়াল।
পুলিশকে মুচলেকা
আহমেদাবাদের যুগ্ম পুলিশ কমিশনার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেজরিওয়াল তাঁর নিজের নিরাপত্তার জন্য দায়ী বলে একটি অঙ্গীকার পত্র স্বাক্ষর করার পরে অটোরিক্সা নিয়ে আপ নেতাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
|
অটোচালকের বাড়িতে রাতের খাবার
কেজরিওয়াল ওই অটোচালকের বাড়িতে রাতের খাবার খান। পাশাপাশি আতিথেয়তার জন্য তাঁকে ধন্যবাদও জানান। অটোচালকের স্ত্রী জানিয়েছেন, কেজরিওয়াল তাঁদের পরিবারকে দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
প্রসঙ্গত আগের দিন কেজরিওয়াল আহমেদাবাদে অটোরিক্সা চালকদের একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলসেন। সেই সময় অটোচালক বিক্রম লালতানি পঞ্জাবে অটোচালকের বাড়িতে ডিনার করার কথা বলেন। অটোচালক প্রশ্ন করেছিলেন, তিনি (কেজরিওয়াল) তাঁর বাড়িতে যাবেন কিনা। উত্তরে কেজরিওয়াল বলেন, অবশ্যই যাবেন। তবে হোটেল থেকে অটোতে নিয়ে যাওয়ার কথা বলেন কেজরিওয়াল।
|
বিজেপির প্রতিক্রিয়া
বিজেপির তরফে টুইট করে দাবি করা হয়েছে, আম আদমি পার্টির তরফে গুজরাত সরকারের কাছে চিঠি দিয়ে কেজরিওয়ালের জন্য বিশেষ সুরক্ষার দাবি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল কেজরিওয়ালের ওপরে হামলার আশঙ্কা করছেন তারা।