বিশ্বকাপের মূল দলে শামি-আইয়ার সুযোগ না হওয়ায় হতবাক আজহারউদ্দিন, জানালেন সুযোগ পাওয়া উচিৎ ছিল এঁদের পরিবর্তে

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমিটির ঘোষিত স্কোয়াড নিয়ে খুশি নন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেওয়া আজহার মনে করেন ভারতের ১৫ সদস্যের ভারতের স্কোয়াডে মহম্মদ শামি এবং শ্রেয়স আইয়ারের থাকা উচিৎ ছিল।

অবাক করার মতো বোলিং লাইন নির্বাচন:

১২ সেপ্টেম্বর (সোমবার) আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। গত বারের দলের থেকে অনেকটাই ভিন্ন বোলিং লাইন এ বারের বিশ্বকাপের জন্য নির্বাচন করা হয়েছে। গত বিশ্বকাপে খেলা তিন স্পিনারের মধ্যে দু'জনই সুযোগ পায়নি এ বার। চার জন পেসারকে রাখা হয়েছে দলে। জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং-এর সঙ্গে রাখা হয়েছে হর্ষল প্যাটেলকে। যেখানে দুই তরুণ অর্শদীপ এবং হর্ষলকে সুযোগ দেওয়া হয়েছে সেখানে মহম্মদ শামির মতো তারকা পেসারকে সাইডলাইন করে রিজার্ভ টিম মেম্বার হিসেবে দলের সঙ্গে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। এই দল দেখে একেবারেই সন্তুষ্ট নন আজহার।

দল নির্বাচন নিয়ে অসন্তুষ্ট আজহার:

মহম্মদ শামির দল থেকে বাদ পড়াই শুধু অবাক করেনি আজহারকে, ভারতের প্রাক্তন অধিনায়ক অবাক হয়েছে শ্রেয়স আইয়ার ভারতীয় দলে জায়গা না পাওয়ায়। তিনি সরাসরি জানিয়েছেন এই দুই ক্রিকেটারকে মূল দলে রাখা উচিৎ ছিল। টুইটারে তিনি লিখেছেন, " আমি হলে দীপক হুডার পরিবর্তে শ্রেয়স আইয়ার এবং হর্ষল প্যাটেলের পরিবর্তে মহম্মদ শামিকে রাখতাম।"

শামি না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত:

শামি মূল দলে না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্তও তিনি বলেছেন, "আমি যদি নির্বাচকমণ্ডলীর প্রধান হতাম নিশ্চিতভাবেই বিশ্বকাপের দলে মহম্মদ শামিকে রাখতাম। আমরা অস্ট্রেলিয়ায় খেলব। শামির যে হাই আর্ম অ্যাকশন তাতে অস্ট্রেলিয়ার উইকেট থেকে ও বাউন্স আদায় করে নিতে পারত। এমনকী কন্ডিশনকে কাজে শামি বল হাতে ব্যাটারদের সমস্যায় ফেলতে পারত। প্রথম তিন ওভারে ২-৩ উইকেটও তুলে নেওয়ার ক্ষমতা রাখে শামি।"

২০২১ বিশ্বকাপের পর টি-২০ দলে সুযোগ হয়নি শামির:

২০২১ টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়ার পর ভারতের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ দলে আর দেখা যায়নি মহম্মদ শামিকে। কোনও এক অজ্ঞাত কারণে নির্বাচকরা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট শামিকে দলে চাইছে না। কিন্তু মজার বিষয় হল চোখ থাকতেও 'অন্ধ' ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা হয়তো দেখতে পাননি ২০২২ আইপিএল-এ গুজরাত টাইটানসের হয়ে মহম্মদ শামির পারফরম্যান্স। গুজরাতকে প্রথম মরসুমেই আইপিএল চ্যাম্পিয় করার অন্যতম কারিগর শামি। আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচে ২০ উইকেট সংগ্রহ করেন শামি।

More MOHAMMED SHAMI News  

Read more about:
English summary
Mohammad Azharuddin astonished to see the omission of Mohammed Shami and Shreyas Iyer from India's T20 World Cup squad.
Story first published: Tuesday, September 13, 2022, 12:21 [IST]