ব্রিটিশ ব্যাঙ্কের নোট, পাউন্ড কয়েক ও ডাকটিকিটে রানি এলিজাবেথের ছবি অতি পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। কিন্তু রানি এলিজাবেথ দ্বিতীয়ের মৃত্যুর পরে ব্যাঙ্কের নোট, পাউন্ডের কয়েন বা ডাক টিকিটে ছবির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,বর্তমানে আগের মতোই রানির ছবি সম্বলিত নোট, পাউন্ডের কয়েক ব্যবহার অব্যহত থাকবে। পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কমনওয়েলথেক ৫৪টি দেশের প্রায় প্রতিটিতেই ব্রিটিশ উপনিবেশ ছিল। ব্রিটেনের মুদ্রা ছাড়াও একাধিক দেশের মুদ্রাতে রানি এলিজাবেথ দ্বিতীয়ের ছবি রয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমান ব্রিটেনের মোট ৯৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪.৭ মিলিয়নেরও বেশি ব্যাঙ্কনোটে এলিজাবেথ দ্বিতীয়ের ছবি রয়েছ। রানির দ্বিতীয় এলিজাবেথের ছবি সরিয়ে রাজা চার্লস তৃতীয়ের ছবি প্রতিস্থাপন করা কঠিন বলেই মনে করা হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের তরফে।
ব্রিটেনের নাগরিকরা মনে করছেন, নোট, পাউন্ডের কয়েন থেকে এলিজাবেথের ছবি সরিয়ে রাজা চার্লস তৃতীয়ের ছবি প্রতিস্থাপন করা উচিত। ১৭ শতক থেকে ব্রিটিনের মুদ্রায় এই রীতি চলে আসছে। ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস ক্ষমতায় আসার পরে ব্রিটিশ মুদ্রায় এই প্রথা চালু করেন। রানি এলিজাবেথের ছবি ব্রিটেনের নোটের বাম দিকে ছিল। মনে করা হচ্ছে, রাজা চার্লস তৃতীয়ের ছবি ব্রিটেনের নোটের ডান দিকে অবস্থান করবে।
মনে করা হচ্ছে, ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের নোটে, পাউন্ডের কয়েনে ও ডাকটিকিটে ধীরে ধীরে রাজা তৃতীয় চার্লসের ছবি প্রতিস্থাপিত করা হবে। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।