টি ২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা হয়ে গিয়েছে। এবার নতুন জার্সি প্রকাশের অপেক্ষা। ইতিমধ্যেই ভারতীয় দলের কিট স্পনসরের তরফে ক্রিকেটপ্রেমীদের কাছে আর্জি জানানো হয়েছে, নতুন জার্সি পরে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য গলা ফাটানোর জন্য। ভারতীয় ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও শেয়ার করা হয়েছে একই ভিডিও। আর তা দেখেই জার্সির রং নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ভারতীয় দলের অফিসিয়ার কিট পার্টনার এমপিএলের তরফে প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া ও শ্রেয়স আইয়ারকে। রোহিত এই প্রথমবার কোনও বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন। ২০১৩ সালের পর থেকে ভারত আইসিসির কোনও ট্রফি জেতেনি। গতবার টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেমিফাইনালের আগেই ছিটকে যায়। সেই বিশ্বকাপে ভারত যে জার্সি পরে খেলেছিল সেই একই রঙের জার্সি পরে ভারত এশিয়া কাপেও খেলেছে। কিন্তু এশিয়া কাপেও ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সুপার ফোরে প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যায়।
The game is not really the same without you guys cheering us on!
— MPL Sports (@mpl_sport) September 13, 2022
Show your fandom along with @BCCI for the game by sharing your fan moments on https://t.co/jH9ozOU1e9#MPLSports #IndianCricketTeam #ShareYourFanStories #CricketFandom #loveforcricket #cricket pic.twitter.com/VObQ3idfUz
নতুন জার্সি প্রকাশের যে ঘোষণা করা হয়েছে তাতে জার্সি না দেখা গেলেও তা কী রংয়ের হতে পারে সেই আঁচ মিলেছে। জার্সির রং বদলে ভাগ্য বদলের পথেই ভারতীয় দল হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে। জার্সি কেনার জন্য ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করতে রোহিত, হার্দিক ও শ্রেয়সকে দিয়ে ফ্যানেদের ভূমিকা, তাঁদের উচ্ছ্বাস-উল্লাস দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তাই দেওয়া হয়েছে। তবে কবে, কখন, কোথায়, কীভাবে ভারতীয় দলের নতুন জার্সি ফ্যানেরা কিনতে পারবেন সেই ঘোষণা করা হয়নি।
Pls bring back SKY BLUE jersey💙
— DJ_CHOCO (@Subash91907831) September 13, 2022
Bright colour jerseys are make the mind calm..so that it will helpful to take perf decisions...
Nothing but little psychology 🔘 @BCCI #Varisu
জার্সি উন্মোচনের টিজার থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে ভারত এবারের টি ২০ বিশ্বকাপে খেলতে নামবে আকাশী নীল রংয়ের জার্সি পরেই। যে রংয়ের জার্সি পরে ভারত একাধিক টুর্নামেন্ট জয়ের পাশাপাশি টি ২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তবে বর্তমানে ভারত ডার্ক ব্লু রংয়ের জার্সি পরেই খেলছে। মাঝে ১৯৯২ সালের বিশ্বকাপের জার্সির আদলে তৈরি জার্সি পরেও রোহিত-বিরাটদের দেখা গিয়েছিল। গত টি ২০ বিশ্বকাপের আগে যে ডার্ক ব্লু রংয়ের জার্সি উন্মোচন করা হয়েছিল তাতে কোটি কোটি ফ্যানেদের উপস্থিতি ও তাঁদের স্বপ্নকে চিহ্নিত করার মতো বিশেষ ধরনের স্ট্রাইপ ছিল। এবারও জার্সিতে ফ্যানেদের কথা ভেবে বিশেষ ধরনের ডিজাইন থাকতে পারে। তবে পয়া স্কাই ব্লু বা আকাশী নীল রঙের জার্সিতে রোহিতদের মাঠে নামার ইঙ্গিত পেয়ে নস্ট্যালজিক ক্রিকেটপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বসিত।
We want sky blue with orange touch
— ANSH GAMING STUDIO (@anshutwal50) September 13, 2022