সোনালী চক্রবর্তী মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের, পুনরায় উপাচার্য পদে নিয়োগ খারিজ

সোনালি চক্রবর্তী নিয়োগ হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের। সোনালি চক্রবর্তীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট। ২০২১-এর ২৭ অগাস্ট সোনালী চক্রবর্তীকে পুনরায় বহাল সরা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও সোনালী চক্রবর্তীকে ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেপুনর্বহাল করা হয়। রাজ্য সরকারের এই সিদ্ধন্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানি ছিল আজ। হাইকোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চে এর আগে মামলার শুনািন হলেও রায়দান স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় কোনও ভাবেই এই সিদ্ধান্ত একক ভাবে রাজ্য সরকার নিতে পারেন না।

সেকারণেই পুনরায় সোনালী চক্রবর্তীকে পুনরায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের অনুমোদন ছাড়াই রাজ্য সরকার কলকাতা বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল। এই অভিযোগ করেই হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেসময় রাজ্যের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত সকলের জানা। কিন্তু উপাচার্য নিয়োগ করত গেলে রাজ্যপালের অনুমোদন লাগে রাজ্য সরকার সেটা না নিয়েই একক ভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া বেআইনি বলে অভিযোগ করা হয়।

রাজ্য সরকার গোটা দেশে উপাচার্য নিয়োগের যে নিয়ম ছিল সেটা অমান্য করেই রাজ্য সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দ মত ব্যক্তিকে উপাচার্য পদে বসানো হয়েছিল। জনস্বার্থ মামলায় এই অভিযোগকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের িনয়োগের সিদ্ধান্তকে খারিজ করে দেয়। এবং বলা হয় রাজ্য সরকার একতরফা ভাবে এই নিয়োগ করতে পারে না।

More KOLKATA HIGH COURT News  

Read more about:
English summary
Mamata Government Dicission on Sonali Chakraborty case rejected in Kolkata High Court