'এমন পর্যায়ে পৌঁছানো উচিৎ নয়, যেখানে দল থেকে বাদ পড়তে হয়' অবসর নিয়ে বিরাটকে পরামর্শ আফ্রিদির

বিরাট কোহলির বর্তমান বয়স ৩৩। এখনও অন্ততপক্ষে ৩-৪ বছর ক্রিকেট বাকি রয়েছে তাঁর মধ্যে। মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার আগে থেকেই ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠেছিলেন তিনি। এর পর পারফরম্যান্সে শীর্ষ পৌঁছানো এবং অধিনায়কত্ব তাঁকে দেশের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কেরিয়ার যত এগিয়েছে ততই সাফল্য ধরা দিয়েছি কোহলিকে। তবে, শুধু সাফল্য নয়, ব্যর্থতাও কম দিন সঙ্গী হিসেবে থাকেনি তাঁর পাশে। প্রায় তিন বছর শতরান ছিল না কোহলির ব্যাটে। রানের খরা চলেছে দীর্ঘ সময় ধরে। অবশেষে এশিয়া কাপের রানে ফিরেছেন কোহলি। শতরান পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে।

তবে, সব ভাল জিনিসেরই শেষ রয়েছে। সব কিছুই অতীত হয়। কোহির আগামী কিছু বছর পর অবসর জানাবেন ক্রিকেটকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি আশা করেন, নিজের অস্তমিত ফর্মে নয় যখন সময় আসবে তখন নিজের ছন্দের শীর্ষে থেকেই অবসর গ্রহণ করবেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের প্রশংসাও করেছেন আফ্রিদি। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে তিনি বলেছেন, "যে ভাবে বিরাট খেলেছে, কেরিয়ার যে ভাবে ও শুরু করেছিল তাতে শুরুর দিকে সমস্যায় পড়তে হলেও নিজের না তৈরি করে নিয়েছিল ও। ও এক জন চ্যাম্পিয়ন এবং আমি মনে করি একটা পর্যায় আসবে যেখানে অবসরের দিকে এগোবে তুমি। কিন্তু ওই পরিস্থিতিতে লক্ষ্য হওয়া উচিৎ যাতে সেরা ছন্দে বাইরে যায়।"

কোহলি তিন ফরম্যাটেই এখন খেলছে। এটা অনুমেয় খুব শীঘ্রই একটি ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে বাকি দুই ফরম্যাটে ফোকাস করবেন কোহলি, যেমনটা সম্প্রতি করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। উপ-মহাদেশের ক্রিকেটাররা যেখানে অবসর নেওয়ার সঠিক সময় জানেন না সেখানে প্রায় ২৪০০০ রানের মালিক কোহলি ব্যতিক্রমী হবেন এবং নিজের ব্যাটিংয়ের শীর্ষে থেকে কেরিয়ারে ইতি টানবেন, নিশ্চিত আফ্রিদি। তিনি বলেছেন, "এমন পর্যায়ে পৌঁছানো উচিৎ নয় যেখানে তোমায় দল থেকে বাদ পড়তে হয় এবং এর পরিবর্তে (অবসর নাও) নিজের সেরা ছন্দে। যদিও এটা খুব কমই ঘটে। বহু কম খেলোয়াড়, বিশেষ করে এশিয়ার ক্রিকেটাররা এই সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে কিন্তু আমি মনে করি বিরাট এটা করতে পারবে, (নিজের) স্টাইলেই এটা করবে এবং হয়তো ঠিক সেই ভাবেই যে ভাবে ও কেরিয়ার শুরু করেছিল।"

ভারতের টি-২০ দলের বিশ্লেষণে তারকা উইকেটরক্ষক, বললেন নানান কথাভারতের টি-২০ দলের বিশ্লেষণে তারকা উইকেটরক্ষক, বললেন নানান কথা

More SHAHID AFRIDI News  

Read more about:
English summary
Shahid Afridi gives retirement advice to Virat Kohli
Story first published: Tuesday, September 13, 2022, 19:47 [IST]