সাঁতরাগাছি থেকে মিছিল শুরুর আগেই আটক করা হল শুভেন্দু অধিকারীকে। পুলিশের তীব্র বাঁধার মুখে আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। প্রিজন ভ্যানে করে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। আটক করা হয়েছে রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায়কে। সাঁতরাগাছি থেকে মিছিল শুরুর আগেই পুলিশ পথ আটকায় শুভেন্দু অধিকারীর। তার পরেই পুলিশের সঙ্গে তীব্র বচসা শুরু হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন মহিলা অফিসাররা তাঁর গায়ে হাত দিয়েছে। তার পরেই উচ্চ পদস্থ পুলিশ অফিসারদের তলব করতে বলেন তিনি। যদি তাঁকে গ্রেফতার করা হয় তাহলে তাঁকে গ্রেফতার দেখাতে হবে বলে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিজেপির নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ। নজির বিহীন তৎপরতা দেখা গিয়েছে রাজ্য পুলিশের। তার প্রতিবাদে শেষ বেলায় টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখেছেন,'গণতান্ত্রিক রাজনৈতিক একটা কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।' প্রসঙ্গত উল্লেখ্য সাঁতরাগাছি দিয়ে যে মিছিল নবান্নর দিকে এগোবে সেদিকে মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর।
সাঁতরাগাছিতে তুমুল উত্তেজনা। রাজ্যের বিরোধী দলনেতাকে আটক করে প্রিজন ভ্যানে তুলে িনয়ে যাওয়া হয়েছে লালবাজারে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আটক করা হয়েছে বিজেপি েনতা রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায়কে। চরম উত্তেজনা শুরু হয়ে গিয়েছে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছিতে পৌঁছতেই পারলেন না তিনি। দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার আগেই পুলিশ শুভেন্দু অধিকারীর গাড়ি আটকায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন শুভেন্দু। পুলিশের বিরুদ্ধে তীব্র বচসা শুরু হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেছেন। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, 'এখনই হাইকোর্টে ফোন করব। মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়। আমি বিরোধী দলনেতা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকানো হচ্ছে। ভয় পেয়েছে মমতা, ক্ষেপে গেছে জনতা।'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যটা উত্তর কোরিয়ায় পরিণত হয়েছে। লেডি কিমে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আকাশ মেঘারিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ বচসায় জড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে লাল বাজারে পৌঁছে গিয়েছেন তাঁর দেহরক্ষীরা। অন্যদিকে সুকান্ত মজুমদার হাওড়া স্টেশনে মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এদিকে দিলীপ ঘোষও মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে সাঁতরাগাছির মিছিলের নেতৃত্বে দিতে শুরু করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কিছুতেই যে বিজেপি পিছু হঠবে না সেই বার্তা দিতেই সৌমিত্র খাঁ মিছিলের নেতৃত্বে রয়েছেন। পুলিশ বিশাল ব্যারিকেড তৈরি করেছে সাঁতরাগাছিতে। ৮ ফুট উঁচু ব্যারিকেড তৈরি করা হয়েছে সেখানে। নজির বিহীন তৎপরতা দেখা গিয়েছে পুলিশের।
বিস্তারিত আসছে....