ঋষভ পন্থ-দীনেশ কার্তিককে এক সঙ্গে খেলানো উচিৎ, মনে করেন লিটল মাস্টারের

টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার বা সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারকে এই স্কোয়াডে না রাখার ফলে ভারতের এই দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই ওঠা শুরু হয়ে গেলেও সেই বিতর্কের রাস্তায় হাঁটতে চাননি সুনীল গাভাসকর। বরং তিনি নির্বাচিত দল দেখে খুশি। এর নেপথ্য কারণ তিনি ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কি ইভেন্ট জিততে হলে ঝুঁকি নেওয়া প্রয়োজন।

প্রথম একাদশে এক সঙ্গে কার্তিক-পন্থ:

স্পোর্টস তাকে সুনীল গাভাসকর বলেছেন, "আমি ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিককে একই সঙ্গে খেলাতাম। পাঁচ নম্বরে ঋষভ পন্থ, ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া বা দুই জনের মধ্যে স্থান অদল বদলও করা যায় এবং দীনেশ কার্তিককে সাত নম্বরে খেলাতাম আমি। বোলারের মধ্যে বাকি চার জনের সঙ্গে হার্দিককেও একটা অপশান হিসেবে রাখতাম। আপনি যদি ঝুঁকি না নেন তা হলে কী ভাবে জিতবেন। সব বিভাগেই আপনাকে ঝুঁকি নিতে হবে, এক মাত্র তখনই আপনি তার পুরস্কার পাবেন।"

হর্ষল প্যাটেল-জসপ্রীত বুমরাহের আগমনে শক্তিশালী হবে বোলিং বিভাগ:

ভারতের টি-২০ স্কোয়াডে জসপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেল সুযোগ পাওয়ায় বোলিং লাইনের শক্তি আরও বাড়লো মনে করেন সানি। তিনি বলেছেন, "বেশ ভাল, এটা একটা ব্যালেন্সড দল। বিশ্বকাপ জয়ের বিষয়ে এদের উপর আমাদের আশা রয়েছে। আমি মনে করি ভারত বিশ্বকাপ জিততে পারে এই ব্যালেন্সের কারণে। এশিয়া কাপে যেটা ঘটেছে সেটা একটা ওয়েক আপ কল। আমি আশা করি এই দল বিশ্বকাপে প্রত্যাবর্তন ঘটাবে। যেই দল নির্বাচন করা হয়েছে তাকে আমাদের সমর্থন করা উচিৎ।"

এশিয়া কাপে বোলিং বিভাগ ভুগিয়েছে ভারতকে:

সুনীল গাভাসকর মনে করেন এশিয়া কাপে ভারতকে ভুগিয়েছে দক্ষ বোলারের অনুপস্থিতি। তিনি বলেছেন, "এশিয়া কাপে আমাদের সমস্যা হয়েছে যে কোনও বোলার তেমন ছিল না যারা রান ডিফেন্ড করতে পারে। এখন জসপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেল দলে ফিরেছে, এই দু'জন এমন বোলার যারা টার্গেটকে ডিফেন্ড করতে পারে। আর যদি প্রথম বোলিং করে তা হলে সামনে থেকে আঘাত হানতে পারে (প্রতিপক্ষের উপর)। এই দু'জন এক সঙ্গে আসায় এই দল আরও শক্তিশালী হয়েছে।"

এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতের দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

More SUNIL GAVASKAR News  

Read more about:
English summary
Sunil Gavaskar says he would Play both Rishabh Pant and Dinesh Kathik together. He is very pleased with the team that selected for ICC T20I World Cup 2022.
Story first published: Tuesday, September 13, 2022, 14:26 [IST]