২৪-এই উৎখাত হবে ‘লেডি কিমে’র সরকার! লং-টার্ম লড়াইয়ে নবান্ন অভিযানে আটক শুভেন্দু

আনুষ্ঠানিকভাবে নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে আটক হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ময়দানে নামার আগেই 'লালকার্ড' দেখতে হল তাঁকে। শুধু তিনি একা নন, সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকেও আটক করা হল। এরই মধ্যে তাঁরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন। কেন তাঁকে মহিলা পুলিশ দিয়ে আটক করা হল, সেই প্রশ্ন তুললেন শুভেন্দু।

আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী

পিটিএসের সামনে পুলিশের সঙ্গে বচসায় জডিয়ে পড়ার পর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১২টা নাগাদ একপ্রস্থ বাগবিতণ্ডার পর শুভেন্দু, লকেট ও রাহুলকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে লালবাজারে যান পুলিশ আধিকারিকরা। আপাতত লালবাজারে তিন নেতা-নেত্রীকে আটক করে রাখা হয়েছে।

কেন সমস্ত লেডি পুলিশ আমার গায়েও হাত দিচ্ছে

শুভেন্দু অধিকারী এদিন পুলিশ আধিকারিকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, মহিলা পুলিশকর্মীরা কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন। এই মর্মে দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার আকাশ মাঘারিয়ারর সঙ্গে তাঁরা বাদানুবাদ হয়। শুভেন্দু বলেন, কেন সমস্ত লেডি পুলিশ আমার গায়েও হাত দিচ্ছে। এটা তাঁরা করতে পারেন না। আপনাদের বিরুদ্ধে আমি আদালতে যাব।

বাংলাটাকে নর্থ কোরিয়া করে দিয়েছেন ‘লেডি কিম’ মুখ্যমন্ত্রী

শুভেন্দুর কথা প্রত্যুত্তরে ডিসি সাউথ বলেন, স্যর আমাদের বাহিনীতে নারী-পুরুষ ভাগ হয় না। আমাকে কেন ধরছেন, আমাকে যেতে দিন। বাইকে করে আমাকে আর এমপিকে হাওড়া স্টেশনে পাঠানোর বন্দোবস্ত করুন। আমরা লোকাল ট্রেনে সাঁতরাগাছি চলে যাব। অসভ্যতার একটা সীমা আছে। বাংলাটাকে নর্থ কোরিয়া করে দিয়েছেন। আর আমাদের মুখ্যমন্ত্রী তো 'লেডি কিম'।

দলের ক্যাডাররা সব ঘরে ঢুকে গিয়েছে, রাস্তায় পুলিশ

তারপর বলেন, আমাকে অ্যারেস্ট করুন, আমি এখনই হাইকোর্টে মুভ করব। তারপরই রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু ও লকেট। আর পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে লালবাজারে চলে যায়। সেখানে শুভেন্দু বলেন, দলের ক্যাডাররা সব ঘরে ঢুকে গিয়েছে, পুলিশগুলোকে বাধ্য করেছে রাস্তায় নামতে।

কয়লা ও গরু পাচারের সব থেকে বেনিফিশিয়ারি কে

শুভেন্দু বলেন, আজকের বিজেপির নবান্ন অভিযানে ছিলেন টোডির কাছ থেকে টাকা নিয়ে রিজওয়ানুরকে খুন করা জ্ঞানবন্ত সিং। পুলিশকে নামিয়ে বিজেপিকে আটকাতে চাইছে। কিন্তু আমাদের ক'জনকে আটকালে কী হবে, বাংলার মানুষ সব দেখছেন। সবাই জানে, কয়লা ও গরু পাচারের সব থেকে বেনিফিশিয়ারি কে নিয়েছেন।

লং টার্মের লড়াই, ২৪-এই উৎখাত মমতার সরকার

শুভেন্দু ফেসবুক লাইভে লালবাজারে বসে আরও বলেন, এ লড়াই এখানেই থামবে না। আমাদের আরও অনেকদূর যেতে হবে। লং টার্মের লড়াই। ২৪-এ আমরা এই সরকারকে উৎখাত করে ছাড়ব। আইপিএসগুলোকে ভিতরে ঢোকাব, আর ভাইপো তো যাবেই। এই সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। নবান্ন থেকে বিদায় নিতে হবেই। শুধু পুলিশ দিয়ে আটকে রাখা যাবে না আমাদের।

বিজেপির 'আসল’ লোকটাকেই মাঠের বাইরে পাঠিয়ে দিল তৃণমূল, খেলা শুরুর আগেই লালকার্ড বিজেপির 'আসল’ লোকটাকেই মাঠের বাইরে পাঠিয়ে দিল তৃণমূল, খেলা শুরুর আগেই লালকার্ড

More SUVENDU ADHIKARI News  

Read more about:
English summary
Suvendu Adhikari addresses Mamata Banerjee as Lady Kim and ends in 2024 by log term fight, not only Nabanna Rally
Story first published: Tuesday, September 13, 2022, 15:57 [IST]