ছন্দে কোহলি
ইংল্যান্ড সফরের পর বিরাট কোহলি ছুটি নিয়েছিলেন। মাসখানেক তিনি ব্যাটেও হাত দেননি বলে জানিয়েছিলেন এশিয়া কাপের আগে। মানসিক ও শারীরিকভাবে তরতাজা হয়ে মাঠে নেমে এশিয়া কাপে ক্রমশই নিজের খেলাকে উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছেন। সামনেই দেশের মাটিতে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ। তা শেষ হতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনটি টি ২০ সিরিজ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে টি ২০ বিশ্বকাপের ক্রিকেটাররা খেলবেন কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কেন না, দক্ষিণ আফ্রিকা দলও ভারত থেকেই বিশ্বকাপ খেলতে যাবে। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় সব সময় ম্যাচ প্র্যাকটিসে জোর দেন। ফলে ৫০ ওভারের ক্রিকেটেও বিশ্বকাপের তারকাদের দেখা যেতে পারে।
ফের ছুটি কাটাতে বিদেশে?
সেই সিরিজগুলি শুরুর আগে ফের বিরাট কোহলি ছুটি কাটাতে গিয়েছেন কিনা তা নিয়ে জল্পনা জোরালো হয়েছে আজ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে। ভারতীয় সময় বেলা ২টোর পর বিরাট স্ত্রী অনুষ্কার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। লিখেছেন সুন্দর সকালগুলি। দুজনের পরনেই রয়েছে শীতের পোশাক। ফলে মনে করা হচ্ছে বিদেশে ছুটি কাটিয়ে ফের মাঠে নামবেন কিং কোহলি। উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে শতরানের পর বিরাটকে উচ্ছ্বাস প্রকাশ করতে যেভাবে দেখা গিয়েছিল তা সচরাচর দেখা যায় না। তবে এই শতরানের প্রতীক্ষাতেই ছিলেন তিনি। পরে তিনি বলেন, খারাপ সময়েও তাঁর পাশে সব সময় ছিলেন অনুষ্কা, সে জন্যই আজ এখানে দাঁড়িয়ে রয়েছেন। এমনকী বহু আকাঙ্ক্ষিত শতরানটি বিরাট উৎসর্গ করেন অনুষ্কা ও কন্যা ভামিকাকে।
নয়া নজির
এরই মধ্যে আজ বিরাট কোহলি এক নয়া নজির গড়ে ফেলেছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ছুঁয়েছে ৫০ মিলিয়নের মাইলস্টোন। ইনস্টাগ্রামে বিরাটের ফলোয়ারের সংখ্যা ২১১ মিলিয়ন, ফেসবুকে ৪৯ মিলিয়ন। ফলে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ফলোয়ারের সংখ্যা ৩১০ মিলিয়ন। ফলে বোঝাই যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় বিশ্ব ক্রিকেটে কোহলিই কিং।
বিশ্বে তৃতীয়
বিরাট কোহলির ধারেকাছে নেই কোনও ক্রিকেটার। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যার নিরিখে বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলি রয়েছেন তিন নম্বরে। বিরাটের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২১১ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে তাঁর চেয়ে এগিয়ে শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। সিআর সেভেনের ৪৫০ মিলিয়ন ফলোয়ার রয়েছেন ইনস্টাগ্রামে। মেসির ৩৩৩ মিলিয়ন।