ভারতের টি-২০ দলের বিশ্লেষণে তারকা উইকেটরক্ষক, বললেন নানান কথা

টি-২০ বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী দল নির্বাচকরা বেছে নিয়েছেন মনে করেন রবীন উথাপ্পা এবং তাঁর বিশ্বাস পাঁচ নম্বর পজিশন খেলা নিয়ে লড়াই চলবে ঋষভ পন্থ এবং দীপক হুডার মধ্যে। ১৩ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা হওয়ার পর ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান উথাপ্পা।

দলের বিশ্লেষণ:

বিশ্বকাপের স্কোয়াড সম্পর্কে মতামত জানিয়েছেন রবীন উথাপ্পা। তিনি বলেছেন, "(যুজবেন্দ্র) চাহাল, অক্ষর (প্যাটেল) এবং (রবিচন্দ্রন) অশ্বিনরা বুদ্ধিমান এবং উইকেট নেওয়ার দক্ষতা রাখা বোলার। এর সব সময়ে উইকেট নেওয়ার চেষ্টা করবে। টপ ফোর বেশ শক্তিশালী, লোয়ার মিডল অর্ডার দেখেও বেশ দৃঢ় লাগছে। শুধু পাঁচ নম্বর পজিশনের জন্য ওদের চিন্তাভাবনা স্পষ্ট করতে হবে।" এ দিন বোলিং বিভাগেরও প্রশংসা করেছেন তিনি। তিনি মনে করেন, এই দলের বহু যোগ্যতা সমপন্ন বোলার রয়েছে, বিশেষ করে ডেথ বোলিং বিভাগে।

দীপক হুডা এবং ঋষভ পন্থের মধ্যে লড়াই চলবে:

আন্তর্জাতিক স্তরে দীর্ঘ খেলার অভিজ্ঞতা সম্পন্ন উথাপ্পা পাঁচ নম্বর পজিশনে কে খেলবেন সেই প্রসঙ্গে বলেছেন, "এই পজিশনের জন্য লড়াই হবে ঋষভ পন্থ এবং দীপক হুডার মধ্যে। আমি মনে করি এক জন বাম হাতি দ্রুতগতির বোলার থাকা জরুরি এবং এর জন্য অর্শদীপ সিং রয়েছে এবং ডেফ ওভারে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে ও। ভুবি দেখিয়েছে ও কী করতে পারে এবং আমি মনে করি অস্ট্রেলিয়াতেও কার্যকরী হবে ও। দ্রুতগতির বোলিং লাইন দেখে আমি অত্যন্ত আশাবাদী।"

শামি রিজার্ভে রাখার কারণ:

চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী যে দল বিশ্বকাপের জন্য বেছে নিয়েছে তাতে মূল স্কোয়াডে রাখা হয়নি মহম্মদ শামিকে। যেখানে গোটা দেশ সোচ্চার শামিকে মূল দলে না রাখা নিয়ে সেখানে এই প্রসঙ্গে কোনও মুখ খোলেননি উথাপ্পা। তবে, রিজার্ভ দলে শামি থাকার সুবিধা ভারত পাবে বলে মত তাঁর। উথাপ্পার কথায়, "আমির মনে হয় শামির নির্বাচনের পিছনে এই চিন্তাধারা কাজ করেছে যে ও এমন এক জন ক্রিকেটার যে অতীতে এই রকম আইসিসি টুর্নামেন্ট অনেক খেলেছে। যদি পরিবর্তনের প্রয়োজন পরে তা হলে তাদের কাছে অভিজ্ঞ এক জন ক্রিকেটার থাকবে।"

এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতের দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

 মহম্মদ শামিকে টি ২০ বিশ্বকাপের দলে না দেখে অবাক মদন লাল! কেন ব্রাত্য অভিজ্ঞ ভারতীয় পেসার? জানুন কারণ মহম্মদ শামিকে টি ২০ বিশ্বকাপের দলে না দেখে অবাক মদন লাল! কেন ব্রাত্য অভিজ্ঞ ভারতীয় পেসার? জানুন কারণ

More ROBIN UTHAPPA News  

Read more about:
English summary
Robin Uthappa analyses India's squad for ICC T20I World Cup 2022