|
শেন ওয়ার্নকে জন্মদিনে অতীতের স্মৃতি ঘিরে ধরেছে সচিনকে:
আজ ১৩ সেপ্টেম্বর শেন ওয়ার্নের জন্মদিন। অজি কিংবদন্তি বেঁচে থাকলে তাঁর বয়স হত ৫৩ বছর। প্রিয় বন্ধু না থাকলেও তাঁর জন্মদিনে কিংবদন্তিকে শুভেচ্ছা জানালেন সচিন। টুইটারে ওয়ার্নিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "তোমার জন্মদিনে তোমার কথা মনে পড়ছে ওর্য়ানি। খুব তাড়াতাড়ি চলে গেলে। অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে তোমার সঙ্গে। সেইগুলো সব সময় মনে থাকবে বন্ধু।"
সচিন-ওয়ার্নের বন্ধু্ত্ব:
সচিন এবং ওয়ার্নের বন্ধুত্বের কথা জানেন না এমন মানুষ খুব একটা নেই। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া বহু ম্যাচের নায়ক এই দুই নক্ষত্র। দুই দলের দুই মহারথী মাঠের মধ্যে যতটা প্রতিদ্বন্দ্বীতায় থাকতেন ততটাই মাঠের বাইরে একে অপরের প্রতি ছিল সম্মান, ভালবাসা এবং নিখাত গভীর বন্ধুত্ব। ক্রিকেটের ইতিহাসে শ্রেষ্ঠ পাঁচ ক্রিকেটারের মধ্যে সচিন এবং ওয়ার্নের নাম সর্বদাই আসে। ব্যাট হাতে যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিক সচিন, সেখানে বল হাতে টেস্ট ক্রিকেটে ওয়ার্নের সংগ্রহ ৭০৮টি উইকেট। ১৫ বছর আগে ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্ন এখনও সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। প্রথম স্থানে রয়েছেন মুথিয়া মুরলীধরন।
ওয়ার্নারে প্রয়াণ:
চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদযন্ত্র বিকল হয়ে প্রয়াত হন শেন ওয়ার্ন। কো সামুইয়ের একটি ভিলায় ছিলেন তিনি এবং সেখানেই প্রয়াত হন। তাঁর নিথর দেহ নিয়ে আসা হয় অস্ট্রেলিয়ায় এবং ২০ মার্চ তাঁকে কবরে শায়িত করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্নের কেরিয়ার:
১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন শেন ওয়ার্ন। শুধু অস্ট্রেলিয়ারই নয়, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার ছিলেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটে তিনি তাঁর সংগ্রহ ৭০৮টি উইকেট। ক্রিকেটের আদি ফরম্যাটে অবসর গ্রহণের ১৫ বছর পরেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। তাঁর আগে একমাত্র রয়েছেন মুথিয়া মরলীধরন। ওডিআই ক্রিকেটে শেন ওয়ার্নের দখলে রয়েছে ২৯৩টি উইকেট।