জারি ১৪৪ ধারা, সোশ্যাল মিডিয়ায় নজর, জ্ঞানবাপি মসজিদ মামলার রায় ঘোষণাকে ঘিরে চরম সতর্কতা বারাণসীতে

আজ বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে। সেকারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বারাণসী। একাধিক জায়গায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। নজরদারি চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জ্ঞানবাপি মসজিদ সংলগ্ন এলাকায় বাড়তি পুিলশ মোতায়েন করা হয়েছে। মসজিদের ভেতরে শিবমন্দির রয়েছে দাবি করেই মামলা করা হয়েছে।

আজ জ্ঞানবাপি মসজিদ মামলার রায় ঘোষণা করবে বারাণসীর নগর দায়রা আদালাত। জ্ঞানবাপি মসজিদের ভেতরে শিবমন্দির রয়েছে কিনা তা নিয়েই এই রায় ঘোষণা করবে নগর দায়রা আদালত। তার জন্য কড়া নিরাপত্তায় জার করা হয়েছে জ্ঞানবাপি মসজিদ এবং আদালত চত্ত্বরে। বিশ্বনাথ শিবমন্দির লাগোয়া রয়েছে জ্ঞানবাপি মসজিদ। অযোধ্যার রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্ট ঐতিহাসির রায় দেওয়ার পরেই জ্ঞানবাপি মসজিদ নিয়ে তৎপরতা শুরু হয়। সেখানে আগে শিবমন্দির ছিল দাবি করে আদালতে মামলা করেন ৫ মহিলা। তাঁদের আবেদনের প্রেক্ষিতে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে ভিডিও গ্রাফির মাধ্যমে সার্ভে করা হয় সেখানে।

বিস্তারিত আসছে....

More VARANASI News  

Read more about:
English summary
Varanasi district court today pronounced Gyanvapi Masjid Case order