LIVE

India's T20I Squad Announcement Updates: ভারতের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা, কারা পেলেন সুযোগ?

টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার নির্ধারিত সময়সীমার অনেক আগেই ঘোষণা করা হচ্ছে ভারতের দল। আজ মুম্বইয়ে বৈঠকে বসেছেন নির্বাচকরা। রোহিত শর্মা সম্প্রতি বলেছিলেন, ভারতের দল ৯০-৯৫ শতাংশ চূড়ান্ত। কয়েকটি জায়গার উপযুক্তদের দেখে নেওয়া হচ্ছে। এশিয়া কাপে ভারত ফাইনালে উঠতে পারেনি। মহম্মদ শামিকে নিয়ে আজকের বৈঠকে দীর্ঘ আলোচনার সম্ভাবনা। দল নির্বাচন সংক্রান্ত যাবতীয় আপডেট একনজরে।

Newest First Oldest First
5:28 PM, 12 Sep
ভারতের টি ২০ বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং
4:56 PM, 12 Sep
ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণার সম্ভাবনা
4:49 PM, 12 Sep
ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল। অস্ট্রেলিয়া সিরিজে তাঁদের দেখে নেওয়া হবে।
4:48 PM, 12 Sep
মহম্মদ শামি গত টি ২০ বিশ্বকাপের পর একটিও টি ২০ আন্তর্জাতিক খেলেননি। তবে গুজরাত টাইটান্সের হয়ে দারুণ বোলিং করেন। এশিয়া কাপের পারফরম্যান্স দেখে অনেকেই শামিকে অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা ভেবে দলে রাখার পরামর্শ দিয়েছেন। শামিকে নিয়ে আজকের বৈঠকে দীর্ঘ আলোচনা হতে পারে।
4:47 PM, 12 Sep
ভারত ১৮ জন ক্রিকেটারকে রেখে দল ঘোষণা করতে পারে। ১৫ জনের সঙ্গে তিনজন ক্রিকেটারকে রিজার্ভে রাখা হতে পারে।
4:46 PM, 12 Sep
ভারতীয় নির্বাচকরা আজই মুম্বইয়ে দল নির্বাচন সেরে ফেলবেন
4:45 PM, 12 Sep
টি ২০ বিশ্বকাপের দল ঘোষণার জন্য ১৬ সেপ্টেম্বর অবধি সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
ICC T20 World Cup 2022: India's Squad Announcement Live Updates In Bengali. Selectors' Meeting Started In Mumbai, Focus On Mohammed Shami.