ভারতের টি ২০ বিশ্বকাপের দলকে পূর্ণ সমর্থনের আহ্বান গাভাসকরের, কী থেকে বিরত থাকার পরামর্শ?

টি ২০ বিশ্বকাপের জন্য রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আজ একইসঙ্গে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দলও ঘোষিত হয়েছে। চোট সারিয়ে কামব্যাক করেছেন জসপ্রীত বুমরাহ ও হর্ষল প্যাটেল। এই দুই পেসার আসায় ভারতীয় দল কীভাবে উপকৃত হবে তা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

দল নিয়ে সন্তুষ্ট গাভাসকর

গাভাসকর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ভারতের দল ভালোই হয়েছে। বুমরাহ ও হর্ষল ফেরায় ভারত প্রথমে ব্যাট করলেও সেই রানের পুঁজি নিয়ে জয় নিশ্চিত করে ফেলতে পারবে। এই ক্ষেত্রে ভারতের কিছুটা সমস্যা পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু প্রতিপক্ষ যখন রান তাড়া করবে তখন এই দুই বোলারের ভূমিকা ম্যাচে ভারতকে সুবিধা পাইয়ে দিতে পারে।

অর্শদীপে আস্থা

গাভাসকর টি ২০ বিশ্বকাপের দলে দীপক চাহারকে রাখার কথা বলছিলেন। চাহার দীর্ঘদিন পর চোট সারিয়ে কামব্যাক করেছিলেন জিম্বাবোয়ে সফরে। ব্যাটের হাতও বেশ ভালো। দীপক চাহারকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়েছে। কিন্তু মহম্মদ শামির মতো তিনিও বিশ্বকাপের দলে রিজার্ভ হিসেবেই রয়েছেন। গাভাসকর বলেন, দীপক চাহার টি ২০ বিশ্বকাপের দলে না থাকলেও অর্শদীপ সিং রয়েছেন। ভারতের বোলিং আক্রমণে তিনিই একমাত্র বাঁহাতি পেসার। ফলে তাঁকে দলে রাখাকে সাধুবাদ জানাতেই হয়।

দল নিয়ে বিতর্ক চান না

টি ২০ বিশ্বকাপ দল গড়া যখন হয়ে গিয়েছে তখন কে নেই, কে আছেন, কী থাকলে ভালো হতো, এ সব আলোচনা অর্থহীন বলেও মনে করেন সানি। গাভাসকরের কথায়, দল নির্বাচন হয়ে গিয়েছে। ভারতের দল আমাদের সামনে। ফলে কেন এটা নেই, কেন ওটা নেই, এ সব জিজ্ঞাসার দরকার নেই। এই দলকেই আমাদের ১০০ শতাংশ সমর্থন জানানো উচিত। দল নির্বাচন হয়ে গিয়েছে। এখন এটাই আমাদের দল। এই দলকেই সর্বতোভাবে সমর্থনের আহ্বান জানান গাভাসকর।

বিষ্ণোইকে পরামর্শ

যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন অক্ষর প্যাটেল। কিন্তু এশিয়া কাপের দল থেকে বাদ পড়া রবি বিষ্ণোই টি ২০ বিশ্বকাপে রয়েছেন রিজার্ভদের তালিকায়। গাভাসকর বিষ্ণোইয়ের বাদ পড়া প্রসঙ্গে বলেন, বিষ্ণোইয়ের বয়স অল্প। দুই বছর পর ফের টি ২০ বিশ্বকাপ হবে। ভবিষ্যতেও একাধিক টি ২০ বিশ্বকাপে খেলার সুযোগ বিষ্ণোইয়ের সামনে আসবে। এখন তাঁর এমনভাবে খেলা উচিত যাতে তাঁকে আর বাদ দেওয়া না যায়। সব দলেই তিনি থাকবেন না, তরুণ ক্রিকেটার হিসেবে এই শিক্ষা বিষ্ণোইয়ের কেরিয়ারে ইতিবাচক হবে বলেই দাবি সানির।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
Sunil Gavaskar Opines With Bumrah And Patel Coming In India Will Be Able To Defend Totals In T20 WC. According To Sunny, This Looks A Very Good Team.