সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারত, বাংলাদেশকে হারাল ২-১ গোলে

সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল ভারত। শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার থঙ্গলালসৌন গাংতে। বাংলাদেশের মিরাজুল ইসলাম পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেননি।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে গোল করতে পারেনি। ১৬ মিনিটে প্রথমার্ধের সহজতম সুযোগটি হাতছাড়া করে ভারত। কোরোউ সিং ডান প্রান্ত থেকে গাংতেকে লক্ষ্য করে ক্রস বাড়ান। কিন্তু তা থেকে হেডে গোল করতে পারেননি গাংতে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় ভারত। তার সুফলও মেলে। মিনিট পাঁচেকের মধ্যেই ভারতকে দুরন্ত গোলে এগিয়ে দেন গাংতে। প্রতিপক্ষ বক্সের বাইরে বল ধরে জটলার মধ্যেও মাপা ফিনিশে গোলকিপারকে পরাস্ত করেন।

এর সাত মিনিট পরেই ভারত এগিয়ে যায় ২-০ গোলে। ডান প্রান্ত থেকে কাউন্টার অ্যাটাকে গিয়ে ভানপালপেকা গুইতে বক্সে বল বাড়ান, যা জালে জড়াতে কোনও ভুল হয়নি গাংতের। এর কিছু সময় পর বাংলাদেশ পেনাল্টি পায়। মিরাজুল গোল করে ব্যবধান কমান। এই গোল পাওয়ার পর সমতা ফেরাতে বাংলাদেশ মরিয়া লড়াই চালায়। কিন্তু লাভ হয়নি। প্রতি আক্রমণে গোলের সংখ্যা বাড়ানোর প্রয়াস চালিয়ে যেতে থাকে ভারতও। শেষের দিকে কয়েকটি ভালো সুযোগ পান পরিবর্ত হিসেবে নামা লালপেখলুয়া। তবে তা কাজে লাগাতে পারেননি। এরই মধ্যে ভারতীয় ডিফেন্ডার মুকুল পানওয়ার গোলমুখী আক্রমণ দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ইনজুরি টাইমেও লালপেখলুয়া ও মিরাজুল গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু শেষ অবধি খেলার ফল ২-১-ই থাকে।

ভারত ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলের। বুধবার প্রতিযোগিতার ফাইনাল ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে।

(ছবি- এআইএফএফ)

More INDIA News  

Read more about:
English summary
India Defeated Bangladesh 2-1 In The SAFF U-17 Championship Semifinal. Striker Thanglalsoun Gangte Netted A Second-Half Brace.
Story first published: Monday, September 12, 2022, 20:19 [IST]