আমেরিকায় স্প্যানিশ ফ্লেভার, ইউএস ওপেনে লড়াকু জয় ১৯ বছরের আলকারেজের

চার সেটের দুর্ধর্ষ লড়াই শেষে ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হিসেবে খেতাব উঠল নতুন প্রজন্মের অন্যতম প্রতিভা সমপন্ন স্প্যানিশ খেলোয়াড় কার্লোস আলকারেজ গ্রাফিয়ার হাতে। নরওয়ের প্রতিযোগী ক্যাসপার রুডকে পরাজিত করে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন আলকারেজ। ক্যাপার রুডকে চার সেটের দুরন্ত লড়াইয়ে আলকারেজ পরাজিত করলেন ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩ ব্যবধানে।

দুর্ধর্ষ ভঙ্গিতে এই স্প্যানিয়ার্ড ইউএস ওপেনের ফাইনাল ম্যাচে খেলা শুরু করেন। প্রথম সেটে নরওয়ের প্রতিযোগীকে ৬-৪ ব্যবধানে হারিয়ে এগিয়ে যান। তবে, পিছিয়ে পড়া ক্যাসপার দ্বিতীয় সেটে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে প্রায় এক পেশে সেটে আলকারেজকে পরাজিত করেন। স্প্যানিয়ার্ডের বিপক্ষে দ্বিতীয় সেট শেষ হয় ২-৬ ব্যবধানে।

দুই যুব টেনিস খেলোয়াড়ের লড়াই আরও তীব্র হয় তৃতীয় সেটে। এক ইঞ্চি জমিও কেউ কাউকে ছাড়েননি। প্রতিটা পয়েন্ট পাওয়ার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে হয় ১৯ বছরের আলকারেজ এবং ২৩ বছরের রুডকে। ৭-৬ ব্যবধানে শেষ হওয়ার পর তৃতীয় সেট পৌঁছায় টাই-ব্রেকারে। যদিও টাই ভাঙার লড়াইয়ে লড়াই দিতে পারেননি নরওয়েলের ক্যাসপার রুড। এক পেশে টাই ব্রেকারে রুডকে ৭-১ ব্যবধানে পরাজিত করে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ভিত আরও মজবুদ করেন রাফায়েল নাদালের উত্তরসূরি।

আত্মবিশ্বাসী আলকারেজ চতুর্থ সেটে অপেক্ষাকৃত দৃঢ়তার সঙ্গে নিজের লক্ষ্যে স্থির থাকতে পেরেছিলেন এবং দীর্ঘ টেনিসের পরেও তাঁর ফিটনেস ছিল দেখার মতো। কোনও রকম ক্লান্তির ইঙ্গিত ছিল না শরীরের মধ্যে। ফলে স্ফূর্তিতেও রুডের থেকে এগিয়ে ছিলেন তিনি। অনেক বেশি ফিটনেসের পুরস্কারের ফল হিসেবে তাঁর এই চতুর্থ সেট জয়। ম্যাচের বয়স গড়ানোর সঙ্গে রুড অল্প স্লথ হলে সেই সুবিধা নেন স্প্যানিয়ার্ড। শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানে চতুর্থ সেট জিতে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন কার্লোস আলকারেজ।
কিংবদন্তি রাফায়েল নাদালের পর কনিষ্ঠতম গ্র্যান্ডস্ল্যাম জয়ী হিসেবে ইউএস ওপেন জিতলেন কার্লোস আলকারেজ। ২০০৫ সালে ২২টি গ্র্যান্ডস্ল্যামের প্রথমটি নাদাল জেতেন ফরাসি ওপেনে।

ভারতীয় সময় সোমবার গভীর রাতে আয়োজিত এই ম্যাচে ১৪টি এস মারেন আলকারেজ। তিনটি ব্রেক পয়েন্ট অর্জন করেন। অপর দিকে, রুড গোটা ম্যাচে ৪টি এস মারেন। তবে, তিনিও তিন ব্রেক পয়েন্ট অর্জন করেছিলেন। এই ম্যাচে আনফোর্সড এরর কম হয়েছে দুই প্রতিযোগীরই।

More US OPEN News  

Read more about:
English summary
Carlos Alcaraz win his first grand slam at the age of 19 after defeating Casper Rudd in US Open 2022.