ভাইরাল হওয়া ভিডিওতে কী দেখা গিয়েছে
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অন্ধকার সরকারি হাসপাতালের স্ট্রেচারে একজন মহিলা রোগী শুয়ে রয়েছেন। মোবাইলের আলোতে তাঁকে পরীক্ষা করছেন একজন চিকিৎসক। তাঁকে ঘিরে রয়েছেন হাসপাতালের কর্মীরা। চিকিৎসককে পরীক্ষায় সাহায্য করছেন হাসপাতালের কর্মীরা। পীযূষ রাই নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেন। তিনি জানান, ভিডিওটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার হাসপাতালের।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি
জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জেন তথা প্রধান ইনচার্ড চিকিৎসক আরডি রাম বলেন, জেনারেটারের একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে কিছুক্ষণের জন্য হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি দাবি করেন, হাসপাতালে ব্যাকআপের জন্য জেনারেটর রয়েছে। তবে তার ব্যাটারি পেতে সেদিন একটু সময় লেগেছিল। তিনি বলেন, জেনারেটরের ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। সেই কারণে প্রতিক্ষেত্রে ব্যবহারের পর জেনারেটরের ব্যাটারিটা সরিয়ে রাখা হয়।
রোগীদের পরিবারের অভিযোগ
বালিয়া জেলা হাসপাতালের রোগীদের পরিবার অবশ্য অভিযোগ করেছেন, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে যাওয়া এখন হাসপাতালের সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর কোনও জেনারেটর ব্যবহার করে না। অন্ধকারের মধ্যেই রোগীরা পড়ে থাকেন। বালিয়ায় গত সপ্তাহে শেষের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যার জেরে গত কয়েকদিন ধরে বেশি অনেক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় জেলা সরকারি হাসপাতাল ছিল।
বিহারের ঘটনার পুনরাবৃত্তি
চলতি বছরের জুন মাসে বিহারে এই ধরনের একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে সাসারামের সদর হাসপাতালে বিদ্যুৎ না থাকার জেরে চিকিৎসকরা মোবাইলের আলোর সাহায্যে রোগীদের পরীক্ষা করছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, বার বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জেরে কাজ ব্যহত হচ্ছিল। তাই মোবাইলের আলো জ্বেলেই রোগীদের পরীক্ষা করা হয়।