বিদ্যুৎ বিচ্ছিন্ন উত্তরপ্রদেশের সরকারি হাসপাতাল, মোবাইলের আলোতেই চলছে রোগীদের চিকিৎসা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও মনের ওপর গভীরভাবে দাগ কাটে। হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হয়। মনে হয়, এখনও সমাজ থেকে, মানুষের মন থেকে দায়িত্ব, কর্তব্য হারিয়ে যায়নি। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি ভিডিও ভাইরাল রয়েছে। সরকারি হাসপাতাল দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকার জেরে চিকিৎসকরা মোবাইলের টর্চের আলোতে রোগী দেখছেন। এই ভিডিওতে একদিকে যেমন চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা বাড়ছে, তেমনি উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সরকারি হাসপাতাল কী করে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকে? হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের পরিণতি কী ? আতঙ্ক জাগিয়ে এই ধরনের ভিডিও দেশের সরকারি হাসপাতালের করুণ অবস্থা প্রকাশ্যে নিয়ে আসে।

ভাইরাল হওয়া ভিডিওতে কী দেখা গিয়েছে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অন্ধকার সরকারি হাসপাতালের স্ট্রেচারে একজন মহিলা রোগী শুয়ে রয়েছেন। মোবাইলের আলোতে তাঁকে পরীক্ষা করছেন একজন চিকিৎসক। তাঁকে ঘিরে রয়েছেন হাসপাতালের কর্মীরা। চিকিৎসককে পরীক্ষায় সাহায্য করছেন হাসপাতালের কর্মীরা। পীযূষ রাই নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেন। তিনি জানান, ভিডিওটি উত্তরপ্রদেশের বালিয়া জেলার হাসপাতালের।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি

জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জেন তথা প্রধান ইনচার্ড চিকিৎসক আরডি রাম বলেন, জেনারেটারের একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে কিছুক্ষণের জন্য হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি দাবি করেন, হাসপাতালে ব্যাকআপের জন্য জেনারেটর রয়েছে। তবে তার ব্যাটারি পেতে সেদিন একটু সময় লেগেছিল। তিনি বলেন, জেনারেটরের ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। সেই কারণে প্রতিক্ষেত্রে ব্যবহারের পর জেনারেটরের ব্যাটারিটা সরিয়ে রাখা হয়।

রোগীদের পরিবারের অভিযোগ

বালিয়া জেলা হাসপাতালের রোগীদের পরিবার অবশ্য অভিযোগ করেছেন, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে যাওয়া এখন হাসপাতালের সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর কোনও জেনারেটর ব্যবহার করে না। অন্ধকারের মধ্যেই রোগীরা পড়ে থাকেন। বালিয়ায় গত সপ্তাহে শেষের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যার জেরে গত কয়েকদিন ধরে বেশি অনেক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় জেলা সরকারি হাসপাতাল ছিল।

বিহারের ঘটনার পুনরাবৃত্তি

চলতি বছরের জুন মাসে বিহারে এই ধরনের একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে সাসারামের সদর হাসপাতালে বিদ্যুৎ না থাকার জেরে চিকিৎসকরা মোবাইলের আলোর সাহায্যে রোগীদের পরীক্ষা করছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, বার বার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জেরে কাজ ব্যহত হচ্ছিল। তাই মোবাইলের আলো জ্বেলেই রোগীদের পরীক্ষা করা হয়।

More GOVT HOSPITAL News  

Read more about:
English summary
A viral video show that doctors of government hospital use mobile troch light to treat patients during power cut in Uttar Pradesh
Story first published: Monday, September 12, 2022, 18:06 [IST]