ভারী-অতিভারী বৃষ্টিতে ভাসতে পারে কয়েকটি জেলা! বাংলায় দুর্যোগ কতদিন, এক নজরে আবহাওয়া দফতরের পূর্বাভাস

সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। সেই বৃষ্টি কখনও জোরে আবার কখনও আস্তে। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারের পরে মঙ্গলবারেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal) এই বৃষ্টির দুর্যোগ থেকে রেহাই পেতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। তবে একইসঙ্গে উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গে একমাত্র কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাওহাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়হায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশে বৃষ্টিপাতের পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে চলেছে। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৯)
বহরমপুর (২৬.২)
বাঁকুড়া (২৫)
বর্ধমান (২৪.৮)
কোচবিহার (২৫.৯)
দার্জিলিং (১৫.৪)
দিঘা (২৫.১)
কলকাতা (২৬.৫)
দমদম (২৬)
কৃষ্ণনগর (২৬.৮)
মালদহ (২৬.৩)
মেদিনীপুর (২৬.১)
শিলিগুড়ি (২৮.২)
শ্রীনিকেতন (২৪.৮)

কয়লা পাচার কাণ্ডে ইডির তলব! মাঝরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকয়লা পাচার কাণ্ডে ইডির তলব! মাঝরাতে সিজিও কমপ্লেক্সে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says heavy rain likely to be happen in 11 dists of West bengal on 12 September