সোমবার বিজেপি নেত্রী তথা অভিনেতা সোনালি ফোগাতের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করল বিজেপি শাসিত গোয়া সরকার। বিজেপি নেত্রী সোনালী ফোগতের রহস্যজনক মৃত্যুর তদন্তভার এবার তুলে দেওয়া হতে পারে সিবিআইয়ের হাতে। এর একদিন আগেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছিলেন যে সোনালী ফোগতের পরিবার গোয়া পুলিশের তদন্তে সন্তুষ্ট নন, তাই এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।
এই ঘটনা প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেন, 'মানুষের দাবী অনুযায়ী, বিশেষ করে তাঁর মেয়ের দাবী ছিল সিবিআই তদন্তের জন্য, তাই আজকে আমি সিবিআই তদন্তের সুপারিশ করেছি। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য চিঠি লিখেছি। আমাদের পুলিশের ওপর আস্থা রয়েছে এবং তারা ভালো তদন্ত করেছে। কিন্তু এটা সোনালী ফোগতের পরিবারের দাবী ছিল।' এর আগে হরিয়ানা সরকার গোয়া সরকারকে চিঠি লিখে এই খুনের তদন্ত সিবিআইকে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। এখানে উল্লেখ্য, সোনালী ফোগত গোয়ায় খুন হওয়ার পর ফোগতের পরিবার হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবী জানিয়েছিল।
গত ২৩ অগাস্ট উত্তর গোয়ার অঞ্জুনার সেন্ট অ্যান্টনি হাসপাতালে মৃত্যু হয় সোনালী ফোগতের। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে ফোগতের শরীরে ভোঁতা অস্ত্র দিয়ে মারার আঘাত রয়েছে, এরপরই গোয়া পুলিশ খুনের মামলা রুজু করে। এর একদিন আগেই গোয়া এসেছিলেন সোনালী ফোগত। এরপর পুলিশের তদন্তে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সোনালী ফোগতের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাঁকে মাদক খাওয়ানো হয়। যার ফুটেজও হাতে এসেছে পুলিশের। সোনালির সহযোগী সাংওয়ান এবং সিংয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিল গোয়া পুলিশ এবং তাদের গ্রেফতারও করা হয়। টিকটক ভিডিও থেকে জনপ্রিয়তা লাভ করা সোনালী ফোগত ২০১৯ সালের হরিয়ানা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হন কিন্তু কংগ্রেসের কুলদীপ বিষ্ণোইয়ের কাছে পরাজিত হন। ২০২০ সালে সোনালী বিগ বস রিয়্যালিটি শোতে অংশ নিয়েছিলেন।