|
গুজরাত সফরে কেজরিওয়াল
দুদিনের সফরে গুজরাতে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই তিনি আপ নেতা ইসুদান গাধবির টুইট রিটুইট করেছেন। কেজরিওয়াল সেখানেই বলেছেন, গুজরাতে আপের পক্ষে ঝড় বইছে। গুজরাতে আপের বিপুল সমর্থনে কাঁপছে বিজেপি। তিনি অভিযোগ করেছেন দিল্লির পর গুজরাতেও আপের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। তবে দিল্লিতে যেমন কিছু পাওয়া যায়নি, তেমনই গুজরাতেও কিছু পাওয়া যায়নি।
|
গুজরাতের আপ অফিসে পুলিশি তল্লাশির অভিযোগ
টুইটারে গুজরাতের আপ নেতা ইসুদান গধভি অভিযোগ করেছিলেন, দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে পা রাখার পরে দু-ঘন্টা ধরে গুজরাত পুলিশ আহমেদাবাদ অফিসে অভিযান চালায়।
কিছু পাওয়া না গেলেও তারা আবার আসবে বলে জানিয়েছে। টুইটারে উল্লেখ করেছেন ওই আপ নেতা।
|
বিজেপির ভয় বাড়ছে, দাবি মণীশ সিসোদিয়ার
অন্যদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইটারে বলেছেন, গুজরাতে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ভয় বাড়ছে বিজেপির। সেখানে বিজেপির একমাত্র লক্ষ্যই হল কেজরিওয়াল এবং আপকে যে কোনও উপায়ে থামানো। বিজেপির উদ্দেশে তিনি প্রশ্ন করে বলেছেন, কেজরিওয়ালকে কেন এত ভয়?
আপের তরফে আহমেদাবাদের ব্যাক অফিসের ভিডিও প্রকাশ করে পুলিশি অভিযানের দাবি করা হয়েছে।
|
অভিযোগ অস্বীকার পুলিশের
অন্যদিকে আহমেদাবাদ পুলিশের তরফে টুইট করে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সাধারণভাবে গুজরাতে লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও, এবার রাজ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা আপের। সেই মতো করেই তারা প্রচারকে আক্রমণাত্মক করেছে। বিনামূল্যে জল ও বিদ্যুতের প্রতিশ্রুতি-সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে আপ সেখানে তাদের উপস্থিতি জানান দিচ্ছে গুজরাতে।