আপের জনপ্রিয়তায় শঙ্কিত মোদী রাজ্যের সরকার! দলীয় দফতরে পুলিশি অভিযানের অভিযোগে বিজেপিকে নিশানা কেজরিওয়ালের

বিধানসভা নির্বাচনের সামনে আপ গুজরাতে (Gujarat) জনপ্রিয়তা পাচ্ছে। আর সেই কারণেই শঙ্কিত সেখানকার বিজেপি সরকার। এমনটাই মন্তব্য করেছেন দলের সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (arvund kejriwal) । ইতিমধ্যেই আপের (AAP) তরফে আহমেদাবাদে (ahmedabad) তাদের অফিসে পুলিশের তল্লাশির অভিযোগ করা হয়েছে। সেই প্রসঙ্গেই মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

গুজরাত সফরে কেজরিওয়াল

দুদিনের সফরে গুজরাতে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই তিনি আপ নেতা ইসুদান গাধবির টুইট রিটুইট করেছেন। কেজরিওয়াল সেখানেই বলেছেন, গুজরাতে আপের পক্ষে ঝড় বইছে। গুজরাতে আপের বিপুল সমর্থনে কাঁপছে বিজেপি। তিনি অভিযোগ করেছেন দিল্লির পর গুজরাতেও আপের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। তবে দিল্লিতে যেমন কিছু পাওয়া যায়নি, তেমনই গুজরাতেও কিছু পাওয়া যায়নি।

গুজরাতের আপ অফিসে পুলিশি তল্লাশির অভিযোগ

টুইটারে গুজরাতের আপ নেতা ইসুদান গধভি অভিযোগ করেছিলেন, দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে পা রাখার পরে দু-ঘন্টা ধরে গুজরাত পুলিশ আহমেদাবাদ অফিসে অভিযান চালায়।
কিছু পাওয়া না গেলেও তারা আবার আসবে বলে জানিয়েছে। টুইটারে উল্লেখ করেছেন ওই আপ নেতা।

বিজেপির ভয় বাড়ছে, দাবি মণীশ সিসোদিয়ার

অন্যদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইটারে বলেছেন, গুজরাতে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই ভয় বাড়ছে বিজেপির। সেখানে বিজেপির একমাত্র লক্ষ্যই হল কেজরিওয়াল এবং আপকে যে কোনও উপায়ে থামানো। বিজেপির উদ্দেশে তিনি প্রশ্ন করে বলেছেন, কেজরিওয়ালকে কেন এত ভয়?
আপের তরফে আহমেদাবাদের ব্যাক অফিসের ভিডিও প্রকাশ করে পুলিশি অভিযানের দাবি করা হয়েছে।

অভিযোগ অস্বীকার পুলিশের

অন্যদিকে আহমেদাবাদ পুলিশের তরফে টুইট করে অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সাধারণভাবে গুজরাতে লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও, এবার রাজ্যে অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা আপের। সেই মতো করেই তারা প্রচারকে আক্রমণাত্মক করেছে। বিনামূল্যে জল ও বিদ্যুতের প্রতিশ্রুতি-সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে আপ সেখানে তাদের উপস্থিতি জানান দিচ্ছে গুজরাতে।

টার্গেটে উত্তর ভারতের ১০ টি গ্যাং! ভোর থেকে দিল্লি-পঞ্জাব-হরিয়ানার ৬০ টি জায়গায় NIA তল্লাশিটার্গেটে উত্তর ভারতের ১০ টি গ্যাং! ভোর থেকে দিল্লি-পঞ্জাব-হরিয়ানার ৬০ টি জায়গায় NIA তল্লাশি

More AAP News  

Read more about:
English summary
Gujarat government is worried about the popularity of AAP, Kejriwal targets BJP on allegations of police raid in office
Story first published: Monday, September 12, 2022, 10:50 [IST]