FIFA World Cup 2022: ফুটবলকে কেন্দ্র করে ভারতের ক্রমবর্ধমান ক্রীড়া পর্যটনের লাভ পেতে চলেছে কাতার

কাতারে আয়োজিত হতে চলা আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য প্রথম দুই পর্যায়ে ছাড়া ১.৮ মিলিয়ন টিকিটের মধ্যে ২৩.৫০০টি টিকিট কাটা হয়েছে ভারত থেকে। প্রথম পর্যায়ের টিকিট বিক্রি শেষ হওয়ার পর, বিক্রিত টিকিট কেনার তালিকায় সপ্তম স্থানে ছিল ভারত। এর আগের সংস্করণে অর্থাৎ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ভারত থেকে অংশ নিয়েছিলেন ১৮০০০ সমর্থক। বিশ্বকাপে অংশগ্রহণ না করা দেশের সমর্থকদের মধ্যে তৃতীয় বৃহত্তম ফ্যান বেস ছিল ভারতের। ভারতের একমাত্র ছিল আমেরিকা এবং চিন।

যেই দেশের মহিলা দলের ফিফা র্যাঙ্কিং ৫৮ এবং পুরুষ দলের র্যাঙ্কিং ১০৪, সেই দেশের মানুষরা এত বেশি পরিমাণে তা হলে কেন হাজির হন বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্টে? এর কারণ খুঁজতে গেলে উঠে আসে একাধিক দিক।

ভারতে রয়েছে ১৬০ মিলিয়ন ফুটবলপ্রেমী:

বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বসবাসকারীর দেশ ভারতে ১৬০ মিলিয়ন ফুটবলপ্রেমী রয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে আইএসএল-এর ক্লাব এফসি গোয়ার হয়ে একটি সার্ভে চালায় ইউগভ। সেখানেই উঠে আসে এই তথ্য। তবে, ফুটবলের প্রতি ভারতের প্রেম বোঝানোর জন্য কোনও সার্ভের প্রয়োজন নেই। যারা এই খেলার সঙ্গে যুক্ত বা ভারতীয় ফুটবলের খবর রাখেন তাঁরা ভাল মতো জানেন। ভারতীয় ফুটবল নিয়ে গবেষনা করা বেঙ্গালুরুতে বসবাসকারী দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিশ্বের সামনে ভুল ছবি তুলে ধরা হয় যে ভারতীয় ফুটবলে সমর্থক খুব বেশি নেই। এইটার কারণ হল ভারতীয় ফুটবলকে যত না সমর্থন করে সমর্থকেরা তার থেকে বেশি সমর্থন করে ইউরোপীয় ফুটবলকে। পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতের কম সাফল্য সমর্থকদের সঙ্গে দলের আবেগকে একত্রিত করতে পারেনি।"

ব্রাজিল, আর্জেন্তিনার জন্য ভালবাসা:

ভারতীয় ফুটবলের অধিকাংশ ফুটবলপ্রেমীই আন্তর্জাতিক স্তরে ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থক। মূলত দিয়েগো মারাদোনা এবং লিওনেল মেসির কারণে আর্জেন্টিনার একটা আলাদা ফ্যান বেস দীর্ঘ দিন ধরে রয়েছে ভারতে। ঠিক যে ভাবে পেলে বা রোনাল্ডোর মতো ফুটবল মহানক্ষত্রকে ঘিরে তৈরি হওয়া ব্রাজিলের সমর্থক বেস রয়েছে বিরাট বড় সংখ্যায়। এই রকমই এক আর্জেন্টাইন সমর্থক রাকেশ পাই। কেরলের এই আর্জেন্টাইন সমর্থক বর্তমানে বেঙ্গালুরুর এক ইনভেস্টমেন্ট ফার্মে কাজ করেন। দিয়েগো মারাদোনার জন্যই তাঁর ব্রাজিলের সমর্থক হয়ে ওঠা। ১৯৯০ সালে প্রথমবার আর্জেন্টিনার সমর্থন করেছিলেন পাই, তখন তাঁর বয়স ৭ বছর। টিভির পর্দায় ফাইনালে হেরে মারাদোনার কান্না মাখা মুখটা এখনও তাঁর মনে আছে। পাই জানতেন না তখন কে মারাদোনা কিন্তু ফুটবল রাজপুত্রের হৃদয় ভাঙা কষ্ট অনুভব করেছিলেন তিনি নিজেও। সময় যত গেছে ততই ভালবাসা বেড়েছে। ২০১০ সালে ভাইয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় তিনি উড়ে যান বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখার জন্য়। ২০১৪ সালে ভাই এবং স্ত্রীকে নিয়ে ব্রাজিলে যান পাই প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য। অন্যান্যা আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে মিশে যাওয়ার জন্যা তিনি এবং তাঁর ভাই স্প্যানিশও শিখে নিয়েছিলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও এই সম্পর্ক বজায় ছিল। ২০২২ কাতার বিশ্বকাপ পাইয়ের চতুর্থ হতে চলেছে। তিনি জানিয়েছেন টিকিটের দাম জানতে চেয়ে এবং টিকিট কাটার বিষয়ে তথ্য জানার জন্য অনেক বন্ধুবান্ধবের থেকে ফোন পেয়েছেন তিনি।

শুধুল ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডেরও একটা ফ্যান বেস তৈরি হয়েছে এই দেশে।

হাতের নাগালে টিকিট মূল্য এবং কিছু দিনের স্বস্তি:

বিশ্বকাপের টিকিটের যে মূল্য সাধারণত ধার্য্য করা হয় তা সাধারণ উচ্চ মধ্যবিত্ত, বা তার উপরের শ্রেণির মানুষদের পক্ষে খরচ করা খুব একটা কষ্টসাধ্য নয়। পাশাপাশি বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকরা একটা ছুটির মরসুম কাটানোর মতে সময়ও পেয়ে যান। ব্যস্ত জীবনের মধ্যে এই টুকু অবকাশ নতুন করে এগিয়ে যাওয়ার অফুরন্ত উদ্যম জোগায়। একই সঙ্গে পরিবেশ বদল হলে মনও ভাল হয়, কাটে এক ঘেয়েমিও। তাই অধিকাংশ ভারতীয় ফুটবলপ্রেমীই চান বিশ্বকাপের সময় বিদেশ থেকে ঘুরে আসত এবং বিভিন্ন কালচারের মানুষের সঙ্গে মিশতে।

ফিফা বিশ্বকাপ ২০২২:

প্রথমে ২১ নভেম্বর থেকে বিশ্ব ফুটবলের সব থেকে বড় ইভেন্ট কাতারে আয়োজিত হওয়ার কথা থাকলেও তা এক দিন এগিয়ে আনা হয়েছে। ফলে ফিফা বিশ্বকাপ ২০২২ শুরু হতে চলেছে ২০ নভেম্বর ২০২২ (রবিবার) থেকে। প্রায় একমাস ব্যাপী চলবে এই প্রতিযোগীতা। ১৮ ডিসেম্বর ২০২২ (রবিবার) বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে। মোট ৩২টি দেশ এই বারের বিশ্বকাপে অংশ নিতে চলেছে।

More INDIA News  

Read more about:
English summary
FIFA World Cup 2022: India's growing sports tourism for Football will be beneficial for Qatar. More than 23,500 tickets were bought by fans in India among the tickets sold in first two phases.
Story first published: Monday, September 12, 2022, 17:48 [IST]