বিস্ফোরক সৌগত
বাগুইআটিতে দুই কিশোরের হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মন্তব্য করলেন টিএমসি সাংসদ সৌগত রায়। তিনি রবিবার বরানগরের একটি সভায় যোগ দিয়ে মন্তব্য করেছেন, 'বাগুইআটির দুই কিশোর মাদকাসক্ত ছিল। তারা N-10 ট্যাবলেট খেত।' এখানেই শেষ নয় সৌগত রায় আরও বলেছেন, 'একজন ছেলে পঞ্চাশ হাজার টাকা বাইক কেনার জন্য কোথা থেকে পায়? আমি হলে পারতাম না। ছেলেরা ভুল পথে যাচ্ছে। আমরা চাইছি সেই সমস্ত ছেলেদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আনতে। ছেলেরা এমন কিছু না করুক যাতে বাবা মাকে লজ্জিত হতে হয়।' তাঁর আরও বক্তব্য, 'বাগুইআটিতে আমারই কেন্দ্রে একটি ১৫, একটি ১৬ বছরের ছেলে নৃশংসভাবে খুন হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়েছিল সেই খুনকে কেন্দ্র করে। ক্ষোভ অনেকটাই পুলিশের বিরুদ্ধে ছিল।'
সৌগতকে পাল্টা তোপ দিলীপের
সৌগত রায়ের মন্তব্যকে পাল্টা নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। দিলীপ ঘোষ তীব্র নিশানা করে বলেছেন ' কীভাবে একথা জানলেন সৌগত রায় ? উনি কি সাপ্লাই করতেন ? বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। ' বাগুইআটিতে নিহত কিশোরদের কীভাবে মাদকাসক্ত বলেন। সৌগত রায়ের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত বলে তীব্র নিশানা করেছেন দিলীপ ঘোষ।
সৌগতকে নিশানা সৌগতর
সিপিএম নেতা সুজন চক্রবর্তীও সৌগত রায়ের এই মন্তব্যকে তীব্র নিশানা করেছেন। সিপিএম নেতা বলেেছন, 'সৌগতবাবু সকলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বেড়ান, নিজেরটা দেন না কেন ? উনি তো একজন অচেনা লোকের থেকে টাকার বান্ডিল নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন '। প্রসঙ্গত উল্লেখ্য সৌগত রায় এর আগেও তীব্র নিশানা করেছেন। অনুব্রত গ্রেফতারির পর সৌগত রায় বলেছিলেন যাঁরা টিএমসির সমালোচনা করবে তাঁদের চামড়া খুলে জুতো তৈরি করা হবে।
পুলিশের গাফিলতির অভিযোগ
বাগুইআটির ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। তাঁর নির্দেশেই সাসপেন্ড করা হয় বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে। ঘটনার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়। তারপরেই হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সত্যেন্দ্র সিংকে। সে খুনের কথা স্বীকার করেছে।