সোশ্যাল মিডিয়ায় কী শেয়ার করেছে কংগ্রেস
কংগ্রেসের অফিয়াল টুইটার অ্যাকাউন্টে আরএসএস-এর ইউনিফর্মে আগুনের একটি ছবি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশান হিসেবে লেখা হয়, 'দেশকে ঘৃণার শৃঙ্খল থেকে মুক্ত করতে এবং আরএসএসের তৈরির করা ক্ষত পূরণ করতে ধাপে ধাপে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো।' কংগ্রেস বৃহস্পতিবার থেকে 'ভারত জোড়ো' নামের একটি পদযাত্রা শুরু করেছে। সেই পদযাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে। কাশ্মীরে গিয়ে শেষ হবে। এই পদযাত্রার শীর্ষভাগে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় এই ভারত জোড়ো পদযাত্রার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আরএসএস ও বিজেপিকে আক্রমন করে কংগ্রেস।
কংগ্রেস নেতাদের অভিযোগ
কংগ্রেস নেতা রশিদ আলভি বিজেপি ও আরএসএসের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, হিন্দু-মুসলিম করা ছাড়া, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ছাড়া তাদের আর কোনও কাজ নেই। তিনি মন্তব্য করেন, 'এই টুইটের প্রতিটি শব্দ সত্য। আরএসএস-এর বেশিরভাগ বই ও তাদের প্রকাশনা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে পরিবেশ তৈরি করার কথা বলে। হিন্দু মুসলিম করা ছাড়া তাদের আর কোনও কাজ নেই।'
বিজেপির বিরোধিতা
কংগ্রেসের এই টুইটের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা তেজস্বী সূর্য টুইটে বলেন, '১৯৮৪ সালে কংগ্রেসের আগুনে দিল্লি পুড়ে গিয়েছিল। এর ইকোসিস্টেমে ২০০২ সালে গোধরার ৫৯ জন কর সেবককে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। তারা আবার হিংসার ডাক দিয়েছে। রাহুল গান্ধীর সঙ্গে যুক্ত হয়ে তারা ভারতের বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেস এমন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, যাদের সংবিধানের ওপর কোনও আস্থা নেই।'
দেশ জ্বালাতে চায় কংগ্রেস!
কংগ্রেসের টুইটের তীব্র মন্তব্য করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। কংগ্রেস দেশ জ্বালাতে চায় কি না জানতে চেয়ে টুইট করেছেন। কংগ্রেসের টুইট করা ছবিটি দ্রুত তুলে নেওয়ার দাবি জানান সম্বিত পাত্র। টুইট করে তিনি বলেন, 'আপনি কি দেশে হিংসা ছড়িয়ে দিতে চান? আপনি কি দেশে আগুন লাগাতে চান? আপনি কি আরএসএস-এর অনুগামীদের পুড়িয়ে ফেলতে চান? দেশকে কি আপনি এই বার্তা দিচ্ছেন?'