উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ নয় শুধু পশ্চিমবঙ্গ, চা-বলয়ে গিয়ে অখণ্ড বাংলার বার্তা অভিষেকের

চা শ্রমিকদের সমাবেশে যোগ দিতে এসে বঙ্গভঙ্গের দাবির বিরোধিতায় গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গের জলপাইগুড়ির মালবাজার চা শ্রমিকদের সমাবেশ ক্ষেত্র থেকে অখণ্ড বাংলার বার্তা দিলেন। তাঁর ঝাঁধালো ভাষণে তিনি একইসঙ্গে বিজেপি ও বিভাজনকারীদের বিরুদ্ধে গর্জে উঠলেন।

আমরা সবাই এক বঙ্গের বাসিন্দা, নাম পশ্চিমবঙ্গ

রবিবার মালবাজারে চা শ্রমিকদের সমাবেশে অখণ্ড বাংলার বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয়, একটাই বঙ্গ আর তা হল পশ্চিমবঙ্গ। বাংলা ভাগকে তারা কোনওদিন নৈতিকভাবে সমর্থন করেননি, আজও করবেনও না। আমরা সবাই এক। আমরা সবাই এক বঙ্গের বাসিন্দা। আমাদের বঙ্গের নাম পশ্চিমবঙ্গ।

উত্তর-দক্ষিণ বিভাজন চাই না, আমরা এক থাকতে চাই

অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের মঞ্চ থেকে বলেন, আমাদের কোনও উত্তর বা দক্ষিণ ভাগ নেই। আমরা তাই বলবা না উত্তরবঙ্গে এসেছি। আমরা বলব মালবাজারে এসেছি, জলপাইগুড়িতে এসেছি। আমি যে আগে সভা করে গিয়েছি, তা নিয়ে বলব ধূপগুড়িতে এসেছিলাম। কিন্তু কখনই বলব না উত্তরবঙ্গে এসেছিলাম। আমরা উত্তর-দক্ষিণ বিভাজন চাই না। আমরা এক থাকতে চাই।

উত্তরবঙ্গের কথা বললেন, সবার আগে প্রশ্নের উত্তর চাইবেন

তিনি বিজেপিকে এক হাত নিয়ে বলেন, যদি কোনওদিন আপনাদের সামনে এসে বিজেপির লোকেরা উত্তরবঙ্গ নিয়ে কথা বলেন, তবে আপনাদের দাবির কথা তুলে বলবেন, আগে এইসব প্রশ্নের উত্তর দিন, তারপর বলবেন উত্তরবঙ্গের কথা। আমাদের এইসব প্রশ্নের উত্তর না পেলে আমরা আপনাদের কথা শুনব না।

বিভাজনের তাস খেলে বাংলায় আগুন ধরাতে চায়

অভিষেক বাংলার বিভাজন নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলে বলেন, ওরা শুধু বিভাজন চায়। ভাগ করতে চায়। বিভিন্ন বিভাজনকামী শক্তির সঙ্গে হাত মিলিয়ে ওরা বাংলায় আগুন ধরাতে চায়। কিন্তু আমরা বিজেপির এই ভাগাভাগিকে কেউ প্রশ্রয় দেব না। আমরা রুখে দাঁড়াব। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রতিবাদে শামিল হব।

দিল্লি গিয়ে শ্রমিকদের দাবি ছিনিয়ে আনার ডাক

বিজেপি একরাশ প্রতিশ্রুতি দিয়েওছিল। কিন্তু কোবও কথা রাখেনি। চা শ্রমিকদের আচ্ছে দিন আনতে পারেনি। আমরা শেষবিন্দু পর্যন্ত লড়ব চা শ্রমিকদের জন্য। জলপাইগুড়ির চা-বলয়ে শ্রমিকদের সমাবেশে যোগ দিয়ে তাই 'দিল্লি চলো' আওয়াজ তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, মোদী সরকার কথা রাখেনি। আমরা তাই দিল্লি গিয়ে শ্রমিকদের দাবি ছিনিয়ে আনব।

বিজেপির সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও আন্দোলন

অভিষেক বলেন, আমরা বন্ধ চা বাগান খুলেছি। আমরা এবার সোচ্চার হব চা শ্রমিকদের অধিকার নিয়ে। ৩১ জানুয়ারি মধ্যে আমরা যেমন আই কার্ড দেব, তেমনই পিএফ বা গ্র্যাচুইটি আদায়ের লড়াইয়ে শ্রমিকদের পাশে দাঁড়াব। কারণ এই বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রের। নভেম্বর ও ডিসেম্বর দুমাস সময় দিচ্ছি, পিএফ-গ্র্যাচুইটির টাকা না পেলে অফিস ঘেরাও করতে হবে। তারপরো সমস্যার সমাধান না হলে ১ জানুয়ারি থেকে বিজেপির সাংসদ-বিধায়কদের বাড়ি ঘেরাও করা হবে। সেই আন্দোলনে আমি থাকব আপনাদের সঙ্গে। তারপর আমরা ৩ লক্ষ শ্রমিককে নিয়ে দিল্লি যাবো।

পার্থর আসনে বসবেন ফিরহাদ, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনে পরিষদীয় মন্ত্রীর 'না’পার্থর আসনে বসবেন ফিরহাদ, বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশের আসনে পরিষদীয় মন্ত্রীর 'না’

More ABHISHEK BANERJEE News  

Read more about:
English summary
Abhishek Banerjee gives message of only Bengal not separation West Bengal
Story first published: Sunday, September 11, 2022, 16:52 [IST]