হরমনপ্রীত কৌরের ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে সহজ জয় পেয়েছে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। যদিও ম্যাচের পরেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন হরমনপ্রীত। তাঁর দাবি, মাঠ ভিজে থাকা সত্ত্বেও জোর করে খেলতে বাধ্য করা হয়েছে এই ম্যাচ। উল্লেখ্য, ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতের রাধা যাদব।
টস জিতে ইংল্যান্ডের ক্যাপ্টেন অ্যামি জোন্স ভারতীয় মহিলা দলকে ব্যাট করতে পাঠান। ওপেনিং জুটিতে ৪ ওভারে ৩০ রান যোগ করেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। চতুর্থ ওভারের শেষ বলে স্মৃতি মান্ধানা আউট হন ২০ বলে ২৩ রান করে। ৬.৪ ওভারে দলের ৪৭ রানের মাথায় শেফালি ভার্মা ১৩ বলে ১৪ করে আউট হন। ভারত নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৩২। অধিনায়ক হরমনপ্রীত ১৫ বলে ২০ রান করেন। ২৪ বলে সর্বাধিক ২৯ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা। সারা গ্লেন ২৩ রান খরচ করে চার উইকেট নেন। জবাবে ১৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। সোফিয়া ডাঙ্কলে ৪৪ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। ড্যানি ওয়াট ১৬ বলে ২৪ রান করেন। অ্যালিস ক্যাপসি ২০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় রাধা যাদব বোলিং করতে পারেননি। হরমনপ্রীত কৌর ও শেফালি ভার্মা ১ ওভার করে বল করেন, যথাক্রমে ১৭ ও ১১ রান দেন। মাঠ ভিজে থাকায় স্ট্রোক খেলা যেমন কঠিন ছিল, তেমনই ভারতের ফিল্ডিংও প্রত্যাশিত মানের হয়নি। ক্যাচ পড়েছে, বলের গতিপথ আঁচ করতে না পারায় তা বাউন্ডারির আগে রোখাও যায়নি। ম্যাচের পর হরমনপ্রীত বলেন, যতটা রান প্রত্যাশিত ছিল তা তোলা যায়নি। আমার মনে হয়েছে, জোর করে এদিন খেলাটি চালানো হয়েছে। কন্ডিশন ক্রিকেট খেলার ১০০ শতাংশ উপযোগী ছিল না। তা সত্ত্বেও আমাদের মেয়েরা যেভাবে খেলেছেন তাতে আমি সন্তুষ্ট। চোট পাওয়ার আশঙ্কাকে জয় করেই সকলে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।
ইংল্যান্ড রান তাড়া করতে নামার পর দ্বিতীয় ওভারেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে বল রুখতে গিয়ে কাঁধে চোট পান রাধা যাদব। যন্ত্রণাকাতর অবস্থায় তিনি মাঠের বাইরে বেরিয়ে যান। বল ধরতে গিয়ে কখনও ফিল্ডাররা পিছলে যাচ্ছিলেন, কখনও বল বল থামাতে অতিরিক্ত দৌড়াতে হচ্ছিল। যা ইংল্যান্ডের ব্যাটারদের কাজ সহজ করে দেয়। হরমপ্রীতের কথায়, খেলার উপযুক্ত পরিস্থিতি না থাকলেও সকলে চেষ্টা চালিয়েছেন। মাঠ ভিজে ছিল এবং ক্রিকেটাররা চোট পেতে পারতেন। আমাদের একজন চোট পেয়েছেনও। দলের প্রধান বোলার এভাবে মাঠের বাইরে চলে যাওয়ায় সমস্যার কথা উঠে এসেছে হরমনপ্রীতের কথায়। একজন বোলার কম নিয়েও দল যেভাবে খেলেছে তাতে খুশি তিনি। পরের ম্যাচ মঙ্গলবার।
নাসিম শাহ এশিয়া কাপে পাকিস্তানের হিরো! মায়ের জন্য কাঁদেন, বাবার হাতে কেন মার খেতেন?