বিশ্বকাপের আগে শেষ পর্বের দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে দল কী পরিস্থিতিতে রয়েছে এবং দলের রিজার্ভ ইউনিট কতটা তৈরি তা দেখার জন্য স্কোয়াডে বিস্তর পরিবর্তন আনলেন ব্রাজিলের কোচ তিতে।
দু'টি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রয়েছেন নতুন দুই মুখ গ্লেসন ব্রেমের ও রজার ইবানেস। চলতি মাসের শেষ দিকে ঘানা এবং তিউনিসিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। ব্রাজিলের দলে প্রথম বার ডাক পেয়েছেন সিরি-এ-তে খেলা দুই ব্রাজিলীয় ডিফেন্ডার। জুভেন্তাসের ডিফেন্ডার ব্রেমের এবং রোমার ইবানেসের এই দুই ম্যাচের একটিতে ব্রাজিলের জার্সিতে অভিষেক হতে পারে।। তিতের স্কোয়াডে আধিপত্য বেশি ইউরোপের লিগে খেলা ফুটবলারদের। এই স্কোয়াডের বড় নাম বদলতে রয়েছেন নেইমার। তা ছাড়া অ্যালিসন, ক্যাসেমিরোর মতো তারকা রয়েছে।
ব্রাজিলিয়ান লিগ থেকে ডাক পেয়েছেন কেবল তিন জন- পালমেইরাসের গোলরক্ষক ওয়েভেরটন, ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার এভার্টন রিবেইরো ও ফরোয়ার্ড পেদ্রো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১১ জন এবং লা লিগা থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৬ জন ডাক পেয়েছেন তিতের দলে। উল্লেখযোগ্য ভাবে এই দুই প্রীতি ম্যাচের জন্য় বেছে নেওয়া স্কোয়াডে নাম নেই আর্সেনালের জার্সিতে চলতি মরসুমে ফুল ফোটানো গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও গ্যাব্রিয়েল জেসুসের। ঘানা এবং টিউনিসিয়া- এই দুই দলের বিরুদ্ধেই ব্রাজিল খেলবে ফ্রান্সে। দল নিয়ে এই রমক ভাবেই তিতে যদি পরীক্ষা চালাতে থাকেন তা হলে খেসারত দিতে হতে পারে। বিশ্বকাপের আগে যেখানে অন্যান্য দলগুলি টিম কম্বিনেশনের উপর জোর দেয় সেখানে তিতে আরও নতুন নতুন ফুটবলার খেলিয়ে দেখিয়ে নিতে চাইছেন এটি সমস্যায় ফেলতে পারে ব্রাজিলকে।
ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডেরসন (ম্যাঞ্চেস্টার সিটি), ওয়েভেরটন (পালমেইরাস)
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্তাস), আলেক্স তেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্তাস), ব্রেমের (জুভেন্তাস), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), ইবানেস (রোমা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), এভেরটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)
ফরওয়ার্ড: অ্যান্টনি (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), রবের্তো ফিরমিনো (লিভারপুল), মাথেউস কুনইয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরোধ লাগানোর অপচেষ্টা প্রাক্তন পাক অধিনায়কের