লখিমপুর খেরিতে ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ, ঘটনায় আটক পাঁচজন

লখিমপুর খেরির ১৫ বছরের কিশোরীর গণধর্ষণের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে যে শনিবার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে আক্রান্ত কিশোরী তাঁর বাড়িতে পৌঁছে পুরো ঘটনাটি জানায় তার অভিভাবককে। এরপর তাকে নিয়ে দ্রুত জেলা হাসপাতালে যায় কিশোরীর মা-বাবা এবং মহম্মাদি পুলিশের কাছে খবর দেওয়া হয়।

অতিরিক্ত এসপি অরুণ কুমার সিং রবিবার জানান যে কিশোরীর দাদা একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। যাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, '‌শনিবার গভীর রাতে মহাম্মদী পুলিশের কাছে কিশোরীর গণধর্ষণের অভিযোগ আসে। পুলিশ সঙ্গে সঙ্গে কিশোরীকে জেলা হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসা শুরু করে।'‌ কিশোরী তার বিবৃতিতে ম্যাজিস্ট্রেটের কাছে চারজন অভিযুক্তকে সনাক্ত করেছে, যারা তারই গ্রামের বাসিন্দা এবং কিশোরীকে আগে থেকে চিনত। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি একাধিক ঘটনার সঙ্গে অতীতে যুক্ত। কখনও কৃষক হত্যা আবার কখনও বা ধর্ষণের মতো ঘটনা এবার কখনও বা কোনও বিধবার বাড়ি গুঁড়িয়ে দেওয়া। এই ঘটনার আগে উত্তরপ্রদেশের পিলিভিটের মাধোতান্ডা এলাকার এক কিশোরীকে ধর্ষণ না করতে পেরে অভিযুক্তরা তাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে ৷ কিশোরীটি এখন হাসপাতালের বার্ন-ওয়ার্ডে ভর্তি রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। প্রসঙ্গত, নারী নির্যাতনের নিরিখে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। দেশ জুড়ে ২০২১ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে চার লক্ষ ২৮ হাজার ২৭৮টি। যার মধ্যে অধিকাংশই যোগী রাজ্যে।

বলিউডের এই তারকারা কোটি টাকার বিনিময়ে বীমা করিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গেরবলিউডের এই তারকারা কোটি টাকার বিনিময়ে বীমা করিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গের

More INDIA News  

Read more about:
English summary
Police detained five people in Lakhimpur Kheri gang rape case