অবসর ঘোষণা
ইতিমধ্যেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। কাল জিতলে হোয়াইটওয়াশ করা যাবে কিউয়িদের। ফলে অধিনায়কের একদিনের আন্তর্জাতিক থেকে বিদায় মুহূর্তটা জয় দিয়েই স্মরণীয় করে রাখতে চাইবে অস্ট্রেলিয়া। ফিঞ্চ বলেন, আমি ভাগ্যবান অস্ট্রেলিয়ার মতো অনবদ্য দলের অংশ হতে পারার জন্য। দারুণ সফরে রয়েছে অনেক অসাধারণ কিছু মুহূর্ত। যাঁদের সঙ্গে খেলেছেন এবং যাঁরা নানাভাবে তাঁকে সহযোগিতা করেছেন কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতাও জানান ফিঞ্চ। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। দলকে চ্যাম্পিয়ন করানোর লক্ষ্যে নতুন অধিনায়ক যাতে পর্যাপ্ত সময় পান সে কারণেই এখন অবসর ঘোষণা বলে জানান অজি অধিনায়ক।
ফর্ম হারিয়েছেন ফিঞ্চ
চলতি বছর অ্যারন ফিঞ্চ একেবারেই ভালো ফর্মে নেই। একদিনের আন্তর্জাতিকে চলতি বছর ১৩টি ম্যাচে মাত্র ১৬৯ রান করেছেন। শেষ ১২টি ইনিংসে পাঁচবার আউট হয়েছেন শূন্য রানে। শেষ সাতটি ইনিংসে ফিঞ্চের ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। জিম্বাবোয়ে সিরিজের আগেই ফিঞ্চ ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর নেওয়ার বিষয়ে পরিকল্পনা শুরু করেছিলেন। বুঝে গিয়েছিলেন ২০২৩ সালের বিশ্বকাপ অবধি চালিয়ে যাওয়া সম্ভব নয়। টি ২০ বিশ্বকাপের পরই দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে মেলবোর্নে শেষ ম্য়াচ খেলতেই পারতেন। কিন্তু নতুন ওডিআই অধিনায়ক এবং ওপেনারকে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতির জন্য সময় দিতেই অবসরের সিদ্ধান্ত।
টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব বদল নয়
টি ২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চই অস্ট্রেলিয়াকে এবার খেতাব দখলে রাখার লড়াইয়ে নেতৃত্ব দেবেন। ফর্ম ফিরে পেতে বিশ্বকাপ শুরুর আগে ৮টি টি ২০ আন্তর্জাতিক পাচ্ছেন, সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচও। অস্ট্রেলিয়া সিডনিতে ২২ অক্টোবর নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে। ফিঞ্চ বলেন, টি ২০ আন্তর্জাতিকে নিজের ফর্মে আমি সন্তুষ্ট। সম্পূর্ণ আলাদা ফরম্যাট, তবে আমি মনে করি টি ২০-তে আমি ভালোই খেলছি এবং স্বস্তি অনুভব করছি। চলতি বছরের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন। তবে তারপর টি ২০ কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান দলের সদস্য ফিঞ্চ।
|
একনজরে কেরিয়ার
অস্ট্রেলিয়ার ২০১৫ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যারন ফিঞ্চ ওডিআই শতরানের নিরিখে রয়েছেন রিকি পন্টিং (২৯), ডেভিড ওয়ার্নার (১৮) ও মার্ক ওয়া (১৮)-র পরেই। ২০১৩ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল। প্রথম শতরান ওই বছরেই করেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্য়াচে ফিঞ্চ করেন ১৪৮। যা টপকে যান ২০১৯ সালে শারজায় পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের সেরা অপরাজিত ১৫৩ রানের ইনিংস খেলে। ফিঞ্চের ১৭টি ওডিআই শতরান রয়েছে। খারাপ ফর্ম কাটিয়ে ২০১৯ সালে ছন্দে ফেরেন, ওই বছর চারটি শতরান-সহ ১১৪১ রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে দুটি শতরান রয়েছে ফিঞ্চের, ব্যাটিং গড় ৪৯.১৬। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে তাঁর গড় ৪৮.৩৫, সাতটি শতরান রয়েছে। ভারতের বিরুদ্ধে ৪৮.৬৬ গড় রেখে চারটি ওয়ান ডে শতরান পেয়েছেন ফিঞ্চ। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার টি ২০ অধিনায়ক হলেও ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের আগে নেতৃত্বের ব্যাটন যায় স্টিভ স্মিথের হাতে। ২০১৮ সালে বল বিকৃতি জড়ানোয় স্মিথ যখন নির্বাসিত হন, তখন ফিঞ্চকে সাদা বলের অধিনায়ক করা হয়েছিল। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল।
অধিনায়ক হওয়ার দৌড়ে
একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়কের সফর শুরু হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে। অ্যালেক্স ক্যারে নতুন অধিনায়ক হতে পারেন। টি ২০ বিশ্বকাপের পর ফিঞ্চ টি ২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার উপর নির্ভর করবে সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দুজন অধিনায়ক থাকবেন কিনা। স্টিভ স্মিথ থেকে মিচেল মার্শও নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন। সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলানো জশ হ্যাজলউডকেও অধিনায়ক করা হতে পারে। দৌড়ে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও।