সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, মালদ্বীপকে চূর্ণ করল ৯ গোলে

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল। আজ নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মালদ্বীপকে ৯-০ গোলে হারিয়ে। এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট হলো ভারতের। চারটি গোল করেন অঞ্জু তামাং। ডাঙ্গমেই গ্রেস দুটি গোল করেছেন। একটি করে গোল প্রিয়াঙ্কা দেবী, সৌম্যা গুগুলোথ ও কাশমিনার।

(ছবি- এআইএফএফ)

ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে ভারতের প্রমীলা-বাহিনী। প্রথম ১০ মিনিটেই চারটি কর্নার আদায় করে নেয়। মালদ্বীপের রক্ষণে বারবার আছড়ে পড়তে থাকে ভারতের আক্রমণ। শর্ট কর্নার থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে দারুণ শটে ২৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন অঞ্জু। এরপর আশালতা দেবীর ক্রস থেকে গোল করেন প্রিয়াঙ্কা। রতনবালা দেবীর জোরালো শটের পর ফিরতি বলে ট্যাপ করে ভারতের তৃতীয় গোলটি এনে দেন অঞ্জু। বিরতিতে ভারত ৩-০ গোলে এগিয়ে ছিল।

বিরতির পর গোলের বন্যায় ভেসে যায় মালদ্বীপ। ৫৩ মিনিটে গ্রেসের গোলে ব্যবধান বেড়ে হয় ৪-০। কয়েক মিনিট পরেই পরিবর্ত হিসেবে নামা সৌম্যা ভারতের পঞ্চম গোলটি করেন। এ ক্ষেত্রেও ক্রসটি এসেছিল অধিনায়ক আশালতা দেবীর থেকেই। এরপর শেষ অবধি ক্রমাগত আক্রমণ চালিয়ে গিয়ে গোলের ব্যবধান বাড়াতে থাকে ভারত। ষষ্ঠ গোলটি করেন কাশমিনা দেবী। ভারতের সপ্তম গোলটি প্রতিপক্ষের জালে জড়িয়ে হ্যাটট্রিক সেরে ফেলেন অঞ্জু। অষ্টম গোলটি করেন ডেঙ্গমেই গ্রেস। রেগুলেশন টাইমে রঞ্জনার ক্রস থেকে নিজের চতুর্থ গোলটি করেন অঞ্জু। ভারত সেমিফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি মঙ্গলবার খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

More INDIA WOMEN News  

Read more about:
English summary
Indian Women Sealed Their Place In The Semi-Final Of SAFF Championship. India Beat Maldives By 9-0 Goals.
Story first published: Saturday, September 10, 2022, 22:04 [IST]